জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার কবর থেকে কছিম (৮০) ও তাঁর পুত্রবধূ আছমা (৪০) নামে দুই মহিলার কঙ্কাল চুরির ঘটনায় মামুন (২২) নামে এক কথিত কবিরাজকে মঙ্গলবার সকালে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত মামুন উপজেলার উঁচনা গ্রামের বেলাল হোসেনের ছেলে।
থানার এজাহার সূত্রে জানা যায়, প্রায় দেড় বছর পূর্বে উপজেলার ধরঞ্জী ইউপি’র উঁচনা গ্রামে কছিমন (৮২) ও তাঁর পুত্রবধূ আছমা (৪০) সাত মাস পূর্বে মারা যায়। গত ২৫শে ডিসেম্বর সকালে গ্রেপ্তারকৃত কবিরাজ মামুন ও তাঁর সহযোগী রুবেল মৃত্যু ব্যাক্তিদের বাড়ীতে যায় এবং মৃত কছিমনের ছেলে মোজাফ্ফরের কাছে তাঁর মা ও স্ত্রীর কবর থেকে এক মুঠো মাটি নিতে চায়।
এতে মোজাফ্ফর অস্বকৃতী জানালে তারা কবর থেকে কঙ্কাল ২টি চুরি করে নিয়ে যায়। এ ঘটনায় মোজাফ্ফর বাদী হয়ে থানায় মামলা দায়ের করলে পুলিশ কবিরাজ মামুনকে গ্রেপ্তার করে। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা পলাশ চন্দ্র দেব জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামী কঙ্কাল চুরির কথা স্বীকার করেছে।
Leave a Reply