সম্প্রতি বাজারে এফ১৯ প্রো স্মার্টফোন নিয়ে এসেছে।পাবজি প্রেমীদের মধ্যে আলোড়ন তৈরিতে দীর্ঘদিন ধরে একত্রে কাজ করেছে অপো ও পাবজি। এবার নতুন অভিজ্ঞতা দিবে গেমারদের এফ১৯ প্রো, পাবজি মোবাইল স্পেশাল বক্স, যা পাবজি খেলোয়াড়দের গেমিং এ ।
অপোর নতুন এফ১৯ প্রো’তে রয়েছে ৩০ ওয়াট ভিওওসি ফ্ল্যাশ চার্জ ৪.০। চার্জরত অবস্থায় ডিভাইসটি দিয়ে ব্যবহারকারীরা গেম খেলতে কিংবা ভিডিও উপভোগ করতে পারবেন। ৩০ ওয়াট ভুক ফ্ল্যাশ চার্জ ৪.০ প্রযুক্তি দিয়ে অপো এফ১৯ প্রো ডিভাইসটি ৫৬ মিনিটের মধ্যে শতভাগ চার্জ প্রাপ্ত হয়। পুরো চার্জিং প্রক্রিয়ার অভ্যন্তরীণ তাপমাত্রা নিয়ন্ত্রণেও সহায়ক ভূমিকা রাখে ৩০ ওয়াট ভিওওসি ফ্ল্যাশ চার্জ ৪.০।
অপো এফ১৯ প্রো ডিভাইসটিতে রয়েছে ৮জিবি র্যাম ও ১২৮ জিবি রম, যা ব্যবহারকারীর দুর্দান্ত গেমিং অভিজ্ঞতা নিশ্চিত করবে। এতে রয়েছে গেম ফোকাস মোড প্রযুক্তি, যা গেম শুরু করার মাত্র তাৎক্ষণিক গতি প্রদান করবে। ডিভাইসটির হাইপার বুস্ট ও বুলেট স্ক্রিন সর্বোচ্চ গেমিং পারফরমেন্স নিশ্চিত করবে। আরও থাকছে মাত্র পাঁচ মিনিট চার্জে অনেকক্ষণ গেমিং চালিয়ে যাওয়ার সুবিধা।
Leave a Reply