পিলখানা হত্যাকাণ্ডের মামলায় হাইকোর্টে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ৯ আসামি আপিলের অনুমোদন চেয়ে আবেদন করেছেন।
মঙ্গলবার সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় আবেদন জমা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন আসামিপক্ষের আইনজীবী আমিনুল ইসলাম।
আপিল আবেদন দায়ের করা হয়েছে কামাল মোল্লা, মনিরুজ্জামান, ইউসুফ আলী, আবু সাঈদ আলম, সাঈদুর রহমান, আনিসুজ্জামান, ফজলুল করিম, বজলুর রশীদের।
বুধবার গণমাধ্যমকে আমিনুল ইসলাম জানিয়েছেন, আপিলের নথিতে বিচারিক আদালতের রায়, হাইকোর্টের রায়, আনুষঙ্গিক কাগজপত্রসহ মোট পৃষ্ঠার সংখ্যা দাঁড়িয়েছে ৮ লাখ ৩৪ হাজার ৩৪৫। অন্য আসামির আপিলের ক্ষেত্রে এসব নথি থেকে রেহাই দিতে প্রধান বিচারপতির কাছে আবেদন করা হয়েছে।
প্রধান বিচারপতি অনুমতি দিলে অন্য আসামিদের আপিল ১৩ জানুয়ারির মধ্যে করতে পারবেন বলে জানিয়েছেন আসামি পক্ষের আইনজীবী।
Leave a Reply