নেত্রকোনার পূর্বধলায় ২শ’পিস ইয়াবাসহ আল-আমিন (২৭) ও জিয়াদ (১৯) নামের দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে শ্যামগঞ্জ পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশ।আজ রবিবার (৬ ডিসেম্বর) দুপুরে উপজেলার শ্যামগঞ্জ বাজারের গরুহাট্টা এলাকা থেকে তাদেরকে আটক করা হয়। আটককৃত আল-আমিন নেত্রকোনার দুর্গাপুর উপজেলার চড় মোক্তারপাড়া গ্রামের মৃত সাহেদ আলীর ছেলে ও জিয়াদ একই গ্রামের মোহাম্মদ আলীর ছেলে। পূূর্বধলা থানার অফিসার-ইন-চার্জ (ওসি) মোহাম্মদ তাওহীদুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে আজ দুপুরে শ্যামগঞ্জ পুলিশ তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক (এসআই) মো. নাফিজুল ইসলাম,এ এস আই জাহাঙ্গীর আলম সঙ্গীয় ফোর্স নিয়ে ওই দুই মাদক ব্যবসায়ীকে ২শ’ পিচ ইয়াবাসহ আটক করে।এ ঘটনায় পুলিশ বাদী হয়ে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছে।
Leave a Reply