কিশোরগঞ্জ,শেরপুর,নেত্রকোনা, জেলার যোগাযোগ ব্যবস্থা এ ব্রীজের উপর দিয়ে। ৪৬৩ মিটার লম্বা এই সেতুতে টোল আদায় শুরু হয় ১৯৯২ সালে।চুক্তি অনুসারে ২০ বছর পর যা বন্ধ হয়ে যাওয়ার কথা ছিল।টোলের সময় শেষ বলে তত্ত্বাবধায়ক সরকারের সময় ওটা একবার ভেঙেও দেয়া হয়েছিল ।
প্রায় ২৭ বছর ধরে টোল দিয়ে আসা অত্র এলাকার মানুষের এখন প্রানের দাবী __টোল আদায় বন্ধ হোক
Leave a Reply