ময়মনসিংহ প্রতিনিধি : ময়মনসিংহের ফুলপুরে ৪ বছরের শিশুসহ দুই জনের মৃত্যু হয়েছে।
মৃতরা হলেন, উপজেলার চানপুর গ্রামের আশরাফুলের ছেলে আসওয়াদ (৪) ও উপজেলার সদর ইউনিয়নের শিলপুর গ্রামের মৃত আজিম উদ্দিনের ছেলে রফিক উদ্দিন (৫৫)।
শনিবার (১ মে) বেলা ১২ টার দিকে উপজেলার চাঁনপুর গ্রাম থেকে শিশু ও শিলপুর গ্রাম থেকে বৃদ্ধের লাশ উদ্ধার করা হয়।
লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন ফুলপুর থানার ওসি ইমারত হোসেন গাজী। তিনি বলেন, শিশুসহ দুই লাশ উদ্ধারের ঘটনায় থানায় পৃথক দুটি অপমৃত্যু হয়েছে।
তিনি বলেন, উপজেলার সিংহেশ্বর ইউনিয়নের চানঁপুর গ্রামে ৪ বছরের শিশু আসওয়াদকে বকাবকি করলে গতকাল শুকবার সন্ধায় নিখোঁজ হয়। এরপর থেকে তাকে অনেক খোঁজাখোঁজির পর আজ বেলা ১২টার দিকে বাড়ির পাশে পুকুরে ভাসতে দেখে উদ্ধার করে স্থানীয়রা। তবে, স্থানীয়দের ধারনা, সে পুকুরে পরে মারা গেছে। এ ঘটনায় শিশুর পরিবারের কারোর কোন অভিযোগ নেই মর্মে লিখিত দিলে শিশুর মরদেহ হস্তান্তর করা হয়।
এদিকে একই উপজেলার শিলপুর গ্রামের রফিক উদ্দিন দীর্ঘদিন যাবৎ শ্বাসকষ্টে ভোগছিল। সে প্রায় সময়ই অসুস্থ থাকতো।শ্বাসকষ্ট সইতে না পেরে আজ সকাল ১১ টার দিকে বাড়ির পাশে আম গাছে ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করে। এ ঘটনায় পুলিশ ঘটনাস্থলে পরিদর্শন করে। তবে, এ ঘটনায় পরিবারের কারোর কোন অভিযোগ নেই মর্মে লিখিত দিলে তার মরদেহ হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি
Leave a Reply