কিন্তু অনেক সময়ই দেখা যায় শর্ট্স বা রিলিস এ অনাকাঙ্খিত লিংক চলে আসে যা অনেক সময়ই বিব্রতকর পরিস্থিতির মধ্যে ফেলে দেয়। আবার অনেকেই আছেন যারা এসব দেখতে চান না। চাইলেই কিন্তু ফেসবুক রিলস বন্ধ করা যায়। এজন্য আপনাকে ফেসবুক অ্যাপ বন্ধ করতে হবে না। শুধু রিলস নিউজ ফিডে আসা বন্ধ করলেই হবে।
যেভাবে বন্ধ করা যায়:
• অ্যান্ড্রয়েড বা আইফোনে পুরোনো ভার্সনের ফেসবুক ব্যবহার করেন তাহলে রিলস থেকে মুক্তি পেতে পারেন।
• যখনই রিলস আসবে তখন তার ডান দিকে থ্রি লাইন ডটে ক্লিক করে ‘হাইড’ অপশনে ক্লিক করুন। টানা কয়েকদিন এভাবে হাইড করলে ফেসবুকের কাছে বার্তা যাবে যে আপনি রিলস পছন্দ করেছেন না।
• ফেসবুক ওয়েবে রিলস তুলনামূলক কম দেখা যায়। তাই রিলস না দেখতে চাইলে ওয়েব ভার্সন ব্যবহার করতে পারেন।
Leave a Reply