বরগুনায় রিফাত হত্যা মামলায় অপ্রাপ্তবয়স্ক ১৪ জন আসামীর মধ্যে ১১ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেয়া হয়েছে।
ছয় জনকে দশ বছর, চারজনের পাঁচ বছর এবং একজনকে তিন বছরের কারাদণ্ড দিয়েছে আদালত।
বাকি তিনজনকে খালাস দেয়া হয়েছে।
বরগুনা থেকে দণ্ডপ্রাপ্তদের এখন যশোরের কিশোর সংশোধনাগারে পাঠানো হবে।
এই মামলায় মোট ২৪ জন আসামী ছিলেন।
যার মধ্যে প্রথম দফায় প্রাপ্তবয়স্ক ১০ জনের রায় দেয়া হয়।
গত ৩০শে সেপ্টেম্বর চাঞ্চল্যকর রিফাত শরীফ হত্যা মামলায় স্থানীয় একটি আদালত রিফাতের স্ত্রী আয়েশা সিদ্দিকা মিন্নিসহ ছয় জন আসামির মৃত্যুদণ্ড দেয়।
মামলার প্রধান আসামি সাব্বির আহমেদ নয়ন, যিনি ‘নয়ন বন্ড’ নামে পরিচিত, তিনি আগেই পুলিশের সঙ্গে কথিত ‘বন্দুকযুদ্ধে’ নিহত হন।
Leave a Reply