গত ৫ আগস্ট ২০২৪ বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় বদল এনেছে। ছাত্রজনতার চাপের মুখে পড়ে বাংলাদেশের ক্ষমতাশীন রাজনৈতিক দল আওয়ামীলীগ সভাপতি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পদ ত্যাগ করাতে বাধ্য করানো হয় । দায়ীত্ব নেয় বাংলাদেশ আর্মি চিপ জেনারেল ওয়াকি -উর – জামান । আওয়ামীলীগ পদে ত্যাগ পর’ই গন ভবন লুটপাট করা হয় । জাতীয় সংসদ ভাঙ্গে ফেলে লুটপাট করা হয় । নতুন প্রজন্মের কথা মতো তারা বাংলাদেশে নতুন স্বাধীনতা এনেছে । আর এই নতুন স্বাধীনতার ফলে দেশ এখন সংশোধন চেয়ে বেশি ভাগ ক্ষেত্রে ধ্বংস রুপ নিয়েছে ।
সংখ্যালঘু : বাংলাদেশের সংখ্যালঘু দের উপর আক্রমন, হত্যা ,গৃহ ছাড়া ,জ্বালাও পোড়াও ,হিন্দু সতীত্ব হরণ, চাকরিচুত্য, মন্দির ভাঙ্গা, এই সকল নির্যাতন করা হয় ।
বাংলাদেশ পুলিশ : বাংলাদেশের পুলিশ বাহিনীর উপর অত্যাচার হত্যা থানা লুটপাট , থানা আগুন দিয়ে পুড়িয়ে মারে ফেলা হয় শত শত পুলিশকে । রাস্তা মোড়ে মোড়ে ঝুলিয়ে রাখা হয় পুলিশের লাশ ।পুলিশ বাহিনী শেষ করতে তাদের নামে মামলা করা হয় । কিন্ত, এতো শত পুলিশ হত্যা হলো তার কোন বিচার বা সুষ্ট তদন্ত হয়নি ।
বাংলাদেশ আনসার বাহিনী : আনসারদের দাবী আন্দোলন দেখা গিয়েছে , তাদের রুমে বন্দী করে মারধর করা হয় । এবং তাদের মাঝে অনেক আহত ও নিহত হয় ।
পুড়িয়ে ফেলা হয় ১৯৭১ সালে সে বাড়িটি যেখান থেকে পাকিস্তানের বিরুদ্ধে বাংলাদেশে স্বাধীনতা ঘোষণা এসেছিলো । সেটা শুধু মাত্র বঙ্গবন্ধু বাড়ি নয় এই বাড়ি ঘিরে ছিলো বাংলাদেশের ইতিহাস ।
১৫ আগস্ট ১৯৭৫ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান সহ তার পরিবারকে হত্যা করে হয় । এই দিনটা বিশ্বের সকল দেশে আন্তর্জাতিক শোক দিবস হিসাবে পালন করা হয়ে থাকে । সেখানে বাংলাদেশের সমন্বয়ক দলের তরুন প্রজন্ম বঙ্গবন্ধুর বাড়ি সামনে ডিজি পার্টি করে অবমাননা করে । এবং ১৫ আগস্ট শোক পালনে বাঁধা তৈরি করে আওয়ামীলীগের কর্মীদের মারধর করে কর্মীদের হত্যা করা হয় ।
ব্যবসায়: বিগত ১৬বছর সময়কালে পাকিস্তানের গড় জিডিপি বেড়েছিল ১.৫গুন, ভারতের ২.৭৫গুন আর বাংলাদেশের ৪.৫০গুন বেড়েছিলো । কিন্ত বর্তমান বাংলাদেশের ব্যবসা ধস নামতে শুধু করেছে । নারায়নগন্জের রুপগঞ্জ গাজী গ্রুপ টাওয়ারে ফ্যাক্টিতে ভাঙ্গচুর আগুন দিয়ে পুড়িয়ে মার হয় ২০০ মানুষ যার ভিতরে ১৮৭ জন্য এখনো নিঁখোজ আত্নীয় পরিবার পরিজন লাশ পাইনি ।নিউজ চাপা দেয় বর্তমান অন্তবর্তকালীন সরকার। কলকারখানা আটকে থাকা লাশ মিলছে না উদ্ধার কাজে ব্যর্থ প্রসাশন। বাংলাদেশ থেকে বিভিন্ন ব্যবসা গুটিয়ে নিচ্ছে বিদেশীরা নিরাপত্তার অভাবে । বাংলাদেশে ‘অস্থিরতা’ দেখা দেয়ার পর বৈশ্বিক পোশাক বিক্রয়কারী প্রতিষ্ঠানের পক্ষ থেকে প্রচুর চাহিদা পেয়েছে ভারতের শীর্ষস্থানীয় বস্ত্র কোম্পানি রেমন্ড। তারা বাংলাদেশ থেকে ব্যবসা সরিয়ে নিচ্ছে বলে জানিয়েছেন কোম্পানিটির চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক গৌতম হরি সিংহানিয়া ।
শিক্ষা প্রতিষ্ঠান : ৫৩ বছর পর ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে পাকিস্তানের পতাকা উত্তলন । বিশ্ববিদ্যালয় গুলো দফায় দফায় চলছে আন্দোলন , সমন্বয়ক ও সাধারণ শিক্ষার্থীর । শিক্ষকদের জোরপূর্বক পদত্যাগ এবং হেনস্তা করা হচ্ছে । বাংলাদেশের ইতিহাসে এই প্রথম ১০০০ + শিক্ষকদের হেনস্ত করে পদত্যাগ করানো হয় । অন্তবর্তকালীন সরকার এটা জন্য কোন আইন গত ব্যবস্থা নেয়নি । এমন কি সেনা বাহিনী সামনে শিক্ষকদের মারধর করে জুতা মালা পড়ানো হয়। সেনাবাহিনী আইন গত ব্যবস্থা নেয় না । বাংলাদেশে বর্তমান আইন-শৃঙ্খলার অবস্থা অনেক খারাপ । শাসন ব্যবস্থা জিম্মি করছে সমন্বয়ক রা ।
মেডিকেল : ১ সেপ্টেম্বর থেকে দেখা যায় যে সমন্বয়করা বাংলাদেশের ঢাকা মেডিকেল হাসপাতালে হামলা করে ডাক্তারদের উপর তার শার্ট ডাউনের দাবি করে জরুরিবিভাগ বন্ধ করে দেয় ।সারা বাংলাদেশ চিকিৎসারা একজোটে এই আন্দোলনের ডাক দেয় । কারণ, তারা তাদের জীবনের সংশয় আশংকা আছে । ডাক্তারদের কথা ত “ তাদের জীবনের নিরাপত্তা কে দিবে ।” নিরাপত্তা না দিলে তারা জনগনের সেবা ফিরবে না । সমন্বয়করা বাংলাদেশের নিউজ চ্যালেন ভাঙ্গচুর করে ৭ টা টিভি চ্যালেন বন্ধ করে দেয় । তার মাঝে বর্তমান এখনো ৫ টা টিভি চ্যালেন বন্ধ রয়েছে। অনেক সাংবাদিকগণকে মিথ্যা মামলায় আটক করা হয় ।
১৯৭১ সালে যেই পাকিস্তানের সাথে যুদ্ধ করে বাংলাদেশ স্বাধীন করা হয় । আজকের প্রজন্ম সেই পাকিস্থানের হাত দেশ কে তুলে দিচ্ছে । বর্তমান অন্তবর্তকালীন সরকার রাষ্ট্র পরিচালনা ক্ষেত্রে তাহলে কি ব্যর্থ হচ্ছে ? না কি অন্তবর্তীকালান সরকার চায় বাংলাদেশ পাকিস্তান মত জঙ্গী রাষ্ট্রতে পরিণত হক ।
Leave a Reply