দ্রুত গতিতে দক্ষিণ এশিয়ায় করোনা সংক্রমণ বৃদ্ধি অব্যাহত রয়েছে।তবে সংক্রমণের পাশাপাশি যেভাবে মৃত্যু বেড়ে চলেছে, তাতে আতঙ্ক ছড়িয়ে পড়েছে আন্তর্জাতিক মহলেও।
এমন অবস্থায় বাংলাদেশসহ ৪ দেশের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করেছে সিঙ্গাপুর।
শুক্রবার (৩০ এপ্রিল) পূর্ব সতর্কতা হিসেবে এ পদক্ষেপ নেওয়ার কথা জানায় দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। বার্তা সংস্থা রয়টার্স
জানা যায়, আগামী ২ মে থেকে এই নিষেধাজ্ঞা কার্যকর হবে বলে জানা যায়। বাংলাদেশ, নেপাল, পাকিস্তান বা শ্রীলঙ্কায় সাম্প্রতিক সময়ে সফরের ইতিহাস আছে এমন সকল আগমনকারীকে নিজ দেশে প্রবেশ করতে দেবে না সিঙ্গাপুর।
Leave a Reply