আমার সোনার বাংলা , আমি তোমায় ভালোবাসি। এই কথার যতটা সুন্দর মনোমুগ্ধকর, তাই হয় তো আমাদের বাঙ্গালীদের হৃদয়ে বাংলাদেশের প্রতি শ্রদ্ধা বাড়িয়ে তোলে । মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে গণমাধ্যমের সাথে কথা বলেছেন বাংলাদেশ সেনাবাহিনীর সাবেক ব্রিগেডিয়ার জেনারেল আবদুল্লাহিল আমান আযমী। এবং তিনি বলেন জাতীয় সংগীত পরিবর্তনের কথা ।
আবদুল্লাহিল আমান আযমী জাতীয় সংগীত পরিবর্তন নকশা ধারণাকে তীব্র নিন্দা জানাই ।
এই ভালোবাসা দেশপ্রেম ১৯৭১ রাজাকাদের মাঝে থাকবে না এটাই স্বাভাবিক । ৩০ লক্ষ শহীদের রক্তের বিনিময় আজ এই স্বাধীন বাংলাদেশ । আজও অনেক রাজাকার দেশ স্বাধীন হবার উল্লাস মেনে নিতে পারে না । তাই হয়তো বাংলাদেশের নাম বাংলাদেশ জাতীয় সংগীত পরিবর্তন এর এই ষড়যন্ত্র। মুসলিম নয় , মৌলবাদীরা আসলে জাতীয় সংগীতের এই গানটির বিরোধিতা করছে । কারণ ইতিহাস বলে বঙ্গভঙ্গ ভাগ করার সিদ্ধান্ত হয় ।তার প্রতিবাদে যে আন্দোলন হয়েছিল তাকে বঙ্গভঙ্গ আন্দোলন নামে পরিচিত। বঙ্গভঙ্গ বাংলার ইতিহাসে একটি অতি গুরুত্বপূর্ণ অধ্যায়। ১৯০৫ সালের ৬ জুলাই কলকাতা প্রেস প্রথম বঙ্গভঙ্গ প্রস্তাবের খবরটি প্রকাশিত করে। বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুর বঙ্গভঙ্গ আন্দোলনে যে গানটি গেয়েছিল তা হলো রবীন্দ্রনাথের লেখা “বাংলার মাটি বাংলার জল”
“বাংলার মাটি বাংলার জল”সংকলন বাংলাদেশের জাতীয় সংগীত “আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি “গানটি ৩ মার্চ ১৯৭১ সালে পল্টন ময়দানে “স্বাধীন বাংলা সংগ্রাম পরিষদ” তাদের ইশতিহারে গানটিকে জাতীয় সঙ্গীত হিসেবে ঘোষণা করে। ১৯৭১ সালের ১৭ এপ্রিল মুজিবনগরে গঠিত বাংলাদেশ অস্থায়ী সরকারের শপথ অনুষ্ঠানে জাতীয় সঙ্গীত হিসেবে গাওয়া হয়। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের সুরকার অজিত রায় গানটির বর্তমানে প্রচলিত যন্ত্রসুর করেন। ১৯৭২ সালের ১৩ জানুয়ারী বাংলাদেশ সরকার গানটির প্রথম দশ লাইন জাতীয় সঙ্গীত হিসেবে গাওয়ার সিদ্ধান্ত গ্রহণ করে। এতে করে স্পষ্ট যে বঙ্গভঙ্গ আন্দোলনে যে গানটি পরিবেশন করা হয়েছিলো তা সংকলন করে বাংলাদেশ জাতীয় সংগীত তৈরি করা হয় ।
যেহেতু এটা ১৯৭১ সালের মুক্তি যুদ্ধের গান ছিলো তাই তখনকার রাজাকার এর বংশধরেরা সকল সময় সুযোগ পেলে এটা পরিবর্তন করতে চায়। বাংলাদেশের মাটি থেকে স্বাধীনতা চিহ্ন যারা মুছে ফেলতে চাই তাদের প্রতি তীব্র নিন্দা ও ঘৃনা প্রকাশ করছি । এবং বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার প্রধান উপদেষ্টা ও বাংলাদেশ আর্মির চিপ ওয়াকি -উর – জামান । অনুরোধ করছি বর্তমান এই প্রজন্মকে বাংলাদেশ ইতিহাস সম্পর্ক ধারণা দেবার জন্য ।
Leave a Reply