বাংলাদেশ ইউনিয়ন পরিষদ সচিব সমিতির (বাপসা) ময়মনসিংহ বিভাগীয় প্রতিনিধি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সমাবেশে ইউনিয়ন পরিষদ সচিবগন সকল সরকারি সুযোগ সুবিধা সহ দশম গ্রেডের আওতাভুক্ত করার দাবী জানিয়েছেন।
শুক্রবার (২৩অক্টেবর) বিকালে নগরীর তারেক স্মৃতি অডিটরিয়ামে সমাবেশের আয়োজন করা হয়। বাপসার ময়মনসিংহ জেলার সভাপতি মো. মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র ইকরামূল হক টিটু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আশরাফ হোসাইন, হালুয়াঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান মাহমুদুল হাসান সায়েম ও বাপসার কেন্দ্রীয় কমিটির সাধারন সম্পাদক মো.দেলোয়ার হোসেন।
অনুষ্ঠানের উদ্ভোধন করেন বাপসার কেন্দ্রীয় কমিটির সভাপতি এইচ.এম. রেজাউল করিম তুহিন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, তৃণমূল পর্যায়ের সকল উন্নয়ন বাস্তবায়নে ইউনিয়ন পরিষদের সচিবদের সবোর্”চ অংশগ্রহন থাকলেও। তারা এখনো অনেক সরকারি সুযোগ সুবিধার বাইরে রয়েছে। তাছাড়া তাদের দশম গ্রেড বাস্তবায়নের সরকারের সহযোগিতা কামনা করেন।
অনুষ্ঠান পরিচালনা করেন সমাবেশের আহবায়ক মাহতাব উদ্দিন, সদস্য সচিব মোতাহার হোসেন।
Leave a Reply