স্টাফ রিপোর্টারঃ
গতকাল শুক্রবার (১৭ জুন) যশোর নগর বিএনপির ৫ নং ওয়ার্ড শাখার নবগঠিত কমিটির পরিচিত সভা প্রেস ক্লাব যশোর মিলনায়তনে অনুষ্ঠিত হয়। ৫ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মারুফুজ্জামন কাঞ্চনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম মানিকের পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন যশোরে বিএনপির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক নার্গিস বেগম।পরিচিতি সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- জেলা বিএনপির সদস্য সচিব অ্যাড.সৈয়দ সাবেরুল হক সাবু, যুগ্ম-আহ্বায়ক দেলোয়ার হোসেন খোকন, আহ্বায়ক কমটির সদস্য আলহাজ মিজানুর রহমান খান, এ কে শরফুদ্দৌলা ছোটলু, মুনির আহমেদ সিদ্দিকী বাচ্চু, নগর বিএনপির সাবেক যুগ্ম-সম্পাদক খায়রুল বাশার শাহীন, বর্তমান সভাপতি রফিকুল ইসলাম চেীধুরী মুল্লুক চাঁদ, সাধারণ সম্পাদক এহসানুল হক সেতু, সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান মাসুম, ফারুক হোসেন, যুগ্ম-সম্পাদক জহিরুল আলম প্রমুখ।যশোর নগর বিএনপির ৫ নম্বর ওয়ার্ড শাখার নবগঠিত কমিটির পরিচিতি সভায় প্রধান অতিথির বক্তৃতায় যশোরে বিএনপির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত বলেন, বিএনপিই পারে দেশের গণতন্ত্র ও জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা করতে। দলটির অতীত ইতিহাস সেটিই প্রমাণ করে। বিএনপির শক্তি হচ্ছে জনগণ । সেই জনগণকে সাথে নিয়ে এই স্বৈরাচারী সরকারকে হটিয়ে জনগণের সকার প্রতিষ্ঠা করবো ইনশা আল্লাহ। প্রেস ক্লাব যশোর মিলানয়তনে অনুষ্ঠিত সভায় অনিন্দ্য ইসলাম অমিত নবনির্বাচিত নেতৃবৃন্দের উদ্দেশ্যে আরও বলেন,বিগত দিনের মত আগামী দিনেও কর্মীদের সকল সংকটে তাদের পাশে থাকতে হবে । সর্বোপরি জনগণের সকল প্রয়োজনে অভিভাবকের মত তাদের পাশে দাঁড়াতে হবে। সভায় বিশেষ অতিথির বক্তৃতায় জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক নার্গিস বেগম বলেন, সকল শ্রেণি পেশার মানুষকে সম্পৃক্ত করে দলকে আরও সুসংগঠিত ও গতিশীল করতে হবে। যাতে করে দল আগমী দিনে যে কোনে প্রতিকূল পরিস্থিতি মোকাবিলা করার সক্ষমতা রাখতে পারে।
Leave a Reply