ময়মনসিংহ প্রতিনিধিঃ
ময়মনসিংহের নান্দাইলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে হাদিস মিয়া (৪২) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (৩১ মার্চ) সকালে উপজেলার জাহাঙ্গীরপুর ইউনিয়নের বাতুয়াদী গ্রামে এই ঘটনা ঘটে।
নিহত হাদিস মিয়া ওই এলাকার আব্দুর রাজ্জাক মোড়লের ছেলে। সে পেশায় একজন কৃষক।
বিষয়টি নিশ্চিত করেছেন জাহাঙ্গীরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. কামাল উদ্দিন মন্ডল।
তিনি বলেন, বিদ্যুৎস্পৃষ্ঠে মৃত্যুর বিষয়টি শুনেছি। তবে, নিহতের পরিবারের পক্ষ থেকে এই বিষয়ে কোন অভিযাগ নেই বলে জানতে পেরেছি।
নিহতের চাচাতো ভাই মো. বাবুল মিয়া বলেন, সকালের দিকে হাদিস মিয়া বাড়ির পাশে মুড়াইল বিলের একটি খাদ বৈদ্যুতিক মোটরে সেঁচে মাছ ধরার প্রস্তুতি নিচ্ছিলেন। সকল প্রস্তুতি শেষে বৈদ্যুতিক মোটর অন করতে গেলে হঠাৎ বিদ্যুৎস্পৃষ্ঠ হয় হাদিস মিয়া। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কিশোরগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক হাদিস মিয়াকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে নান্দাইল মডেল থানার (ওসি) মোহাম্মদ মিজানুর রহমান আকন্দ বলেন, বিদ্যুৎস্পৃষ্ঠে মৃত্যুর বিষয়টি কেউ জানায়। তবে, খোঁজখবর নেয়া হবে।
Leave a Reply