সিলেটের বিশ্বনাথে বুনিয়াদি (পূর্ব-পুরুষদের) ঐতিহ্য ধরে রেখেছেন দৌলতপুর ইউনিয়নের গোয়াহরি গ্রামের লোকজন। প্রতিবছর মাঘ মাসের প্রথম দিন পুরনো ঐতিহ্য হিসেবে গোয়াহরি বিলে পলো বাওয়া উৎসব পালন করে থাকেন গ্রামের মানুষ। কিন্তু এ বছর মাঘের প্রথম দিন শুক্রবার হওয়ায় তারা শনিবার ওই উৎসবটি পালন করেছেন। উৎসবে অংশগ্রহণের জন্য আগাম প্রস্তুতিতে জাল ও পলো নিয়ে সকাল থেকে বিলের পাড়ে গ্রামের শত শত লোকজন ভিড় জমান। ঘড়ির কাঁটা ১২টায় পৌঁছামাত্রই পলো নিয়ে লোকজন বিলের পানিতে ঝাঁপিয়ে পড়েন। এ সময় অনেকেই বড় বড় বোয়াল, রুই, কাতলা, আইড় ও শোল মাছসহ বিভিন্ন ধরনের মাছ শিকার করেন। সেই সঙ্গে অনেকেই হাতা জাল নিয়ে ছোট মাছ ধরতে শুরু করেন। গ্রামের প্রবীণ মুরব্বি আব্দুল জব্বার (৮৫) বলেন, প্রায় ৩০০ বছর ধরে তাদের পূর্বপুরুষদের দেয়া তারিখ অনুযায়ী প্রতি বছর মাঘ মাসের প্রথম দিন ওই বিলে পলো বাওয়া উৎসব পালিত হয়ে আসছে। ওই বিলটি তাদের গ্রামের মালিকানায় বলে তিনি জানান। ফলে প্রাকৃতিকভাবে জন্ম নেয়া মাছ তারা ধরেন।
উৎসবটি দেখতে সকাল থেকে জেলা ও উপজেলার বিভিন্ন গ্রামের লোকজন বিলের পাড়ে যান। সেই সঙ্গে উৎসব উপভোগ করতে গ্রামের শিশু থেকে শুরু করে পুরুষ মহিলা যুবক-যুবতীরাও বিলের পাড়ে ভিড় জমান। এছাড়াও বিশ্বনাথের স্থানীয় সাংবাদিকদের পাশাপাশি ঢাকা ও সিলেটের অনেক সাংবাদিক সেখানে ড্রোন ক্যামেরা হাতে নিয়ে ছবি তুলতে উপস্থিত ছিলেন।
Leave a Reply