বিশ্ববিদ্যালয় প্রতিনিধি :বগুড়া শিবগঞ্জ উপজেলার বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী কল্যাণ পরিষদের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে ভার্চুয়াল আলোচনা সভার আয়োজন করা হয়।আলোচনা সভাকে ৩ টি পর্বে ভাগ করা হয়।পরিচয় পর্ব,সাধারণ সদস্যদের বক্তব্য ও ডিরেক্টরদের বক্তব্য দিয়ে শেষ করা হয়।
বুধবার রাত ৯.৩০ মিনিটে জুম এ্যাপসের মাধ্যমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মশিউর রহমানের সঞ্চালনায় সাধারণ সদস্য এবং ডিরেক্টরগণের পরিচয় পর্ব শেষে মূল আনুষ্ঠানিকতা শুরু হয়। সাধারণ সদস্যগণ তাদের নির্ধারিত সময়ের মধ্যে সংগঠনের কার্যক্রম, প্রত্যাশাগুলো ব্যক্ত করেন। ডিরেক্টরগণ সকলের সম্মতিতে কিছু সিদ্ধান্ত নেন- এই মাসে একটা পিকনিকের আয়োজন করা, ডিরেক্টর প্যানেলের প্রস্তুতি মিটিং (শুক্রবার-৯.৩০),গঠনতন্ত্র সম্পন্ন করে পাশ করা,সদস্যদের পূর্ণাঙ্গ তালিকা, মার্চ থেকে স্কুল কলেজের শিক্ষার্থী সংলাপ আয়োজন,কুইজ, ফটো কন্টেস্টের আয়োজন করা, প্রতিজন সদস্য একজন স্টুডেন্ট কে মোটিভেট করে উচ্চশিক্ষার জন্য প্রস্তুত করার চেষ্টা করা, পিকনিকে পরবর্তী প্রোগ্ৰাম নিয়ে আলোচনা ইত্যাদি কর্মপরিকল্পনা গ্রহণ করেন।
আলোচনা সভায় উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা সহকারী অধ্যাপক মোঃ মাসুদ রানা কবির (বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ) মোঃ আরিফ বিল্লাহ (ডিরেক্টর অব লিঁয়াজো),সাবিহা আলম মুন্নী (ডিরেক্টর অব কো অর্ডিনেটর), মনিরুল ইসলাম (ডিরেক্টর অব অর্গানাইজিং), এম আর মানিক (ডিরেক্টর অব প্লানিং), গোলাম মোস্তফা (ডিরেক্টর অব ফিন্যান্স),ইমরান হোসেন (ডিরেক্টর অব এডুকেশন), মশিউর রহমান (ডিরেক্টর অব মিডিয়া), সকল পাবলিক বিশ্ববিদ্যালয় প্রতিনিধি ও সাধারণ সদস্যবৃন্দ।
প্রসঙ্গত এটি একটি সেচ্ছাসেবী অরাজনৈতিক সংগঠন।উপজেলার সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত শিক্ষার্থীদের নিয়ে গঠিত। দারিদ্রসীমার অধ্যয়নে সুযোগ হতে বঞ্চিত ছাত্র-ছাত্রীদের অধ্যয়নে সুযোগদান সহ-ছাত্র কল্যাণেব্রত কার্যাদি সম্পন্ন সহ- সমাজের অবহেলিত যুবক, যুবতী সহ- বেকার বয়স্ক নারী পুরুষদের দৈহিক,সামাজিক, অর্থনৈতিক, বৃত্তি মূলক, শিক্ষা,সামাজিক শিক্ষা, সমাজ সেবায় গৌরব,৩ বছর ধরে কাজ করে আসছে।
Leave a Reply