শার্শা (যশোর)প্রতিনিধিঃ যশোরের বেনাপোল পোর্ট থানাধীন সাদীপুর গ্রামে নিজ চালিত ইজিবাইক নিয়ে বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেনি ইসরাফিল নামে এক যুবক।নিখোঁজ মোঃ ইসরাফিল হোসেন (৩২) সে বেনাপোল পোর্ট থানাধীন সাদীপুর গ্রামের শাহাদাৎ গাজীর ছেলে। তার পরিবারে বাবা মা, স্ত্রী ও দুই ছেলে সন্তান আছে।নিখোঁজের পরিবার সূত্রে জানা যায়, গতকাল রবিবার (২৩ মে) সকালে ইসরাফিল নিজের ইজিবাইক নিয়ে রোজগারের সন্ধানে বাড়ি থেকে বের হয়। এরপর দুপুর গড়িয়ে সন্ধ্যা, সন্ধ্যা পেরিয়ে রাত এভাবে দুইদিন পেরিয়ে গেলেও সে ফিরে আসেনি। অনেক খোঁজাখুঁজির পরও তার কোন হদিস না পেয়ে ও তার ফিরে না আসায় পরিবারের লোকজন ভেঙে পড়েছে।অবশেষে কোন উপায়ন্তর না পেয়ে নিখোঁজের পিতা শাহাদাৎ গাজী বাদি হয়ে সোমবার (২৪ মে) সন্ধায় বেনাপোল পোর্ট থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন বলেও জানায় নিখোঁজের পরিবার।বেনাপোল পোর্ট থানার ডিউটি অফিসার এসআই ওবির জানান, নিখোঁজের বিষয়ে আজ সন্ধায় তার পরিবার থেকে পোর্ট থানায় একটি সাধারণ ডায়েরি করেছে।বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন খান বলেন, নিখোঁজ ইসরাফিলকে উদ্ধারে আমাদের কাজ অব্যাহত রয়েছে।
Leave a Reply