ময়মনসিংহের ভালুকায় মো. রব্বানী (১২) নামে ষষ্ঠ শ্রেণির এক শিক্ষার্থীকে গলাকেটে হত্যা করা হয়েছে। আজ রবিবার দুপুরে উপজেলার হাবিরবাড়ি ইউনিয়নের জামিরদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পেছনে ওই হত্যাকাণ্ডটি ঘটে। জামিরদিয়া আইনুল উলুম দাখিল মাদরাসার ষষ্ঠ শ্রেণির ছাত্র মো. রব্বানী শেরপুরের নালিতাবাড়ী উপজেলার যোগানীয়া ইউনিয়নের কাপাসিয়া গ্রামের শফিকুল ইসলামের ছেলে। খবর পেয়ে নিহতের লাশ উদ্ধার করেছে ভালুকা মডেল থানা পুলিশ।
থানা পুলিশ ও স্থানীয় একাধিক সূত্রে জানা যায়, জামিরদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরি মো. হাফিজ উদ্দিন আজ রবিবার দুপুরে কাজ করার জন্য বিদ্যালয়ের পেছনে যায়। সেখানে প্লাস্টিকের বস্তায় মুখ ঢাকা অবস্থায় ওই শিশুর লাশ পড়ে থাককে দেখেন। পরে তিনি বিষয়টি স্থানীয়দের জানান। খবর পেয়ে ভালুকা মডেল থানা পুলিশ ঘটনাস্থল থেকে ওই ছাত্রের গলাকাটা লাশ উদ্ধার করে।
ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাইন উদ্দিন বলেন, ঘটনাস্থল থেকে রক্তমাখা ব্লেডের টুকরা উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে ব্লেড দিয়ে গলা কেটে শিশুটিকে হত্যা করা হয়েছে। লাশ উদ্ধার করা হয়েছে, তদন্ত চলছে। তদন্তের পর বিস্তারিত বলা যাবে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
Leave a Reply