জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য অবমাননা, জঙ্গিবাদ, মৌলবাদ ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে ভালুকায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকালে উপজেলা যুবলীগের সাবেক আহবায়ক ও উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম পিন্টুর আয়োজনে ও নেতৃত্বে ওই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি গফরগাঁও রোডস্থ শিমুলতলি থেকে বের হয়ে পৌরসভার বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে ফুট ওভারব্রিজের নিচে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে উপজেলা যুবলীগের সাবেক আহবায়ক ও উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম পিন্টু, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি হাজি নুরুল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন।
Leave a Reply