ঋতুরাজ বসন্তকে স্বাগত জানাতে প্রকৃতি সাজে বর্ণিল সাজে। তাই ফাল্গুন মাসের প্রথম দিনকে ঘিরে অর্থাৎ পহেলা ফাল্গুনকে ঘিরে থাকে নানা উৎসব আয়োজন। বসন্তের এ আগমন প্রকৃতির সঙ্গে মানুষেরও হৃদয়ে লাগে উৎসবের দোলা। হলুদ, কমলা, লাল, সবুজ, নানা রঙের পোশাকে বর্ণিল হয় সবাই।
তাই ফাল্গুনের আয়োজনে রয়েছে বসন্তের নানা ফুলের মোটিফে হলুদ, কমলা, বাসন্তী, লেমন, সবুজ, লাল, মেজেন্টা রঙের পোশাক; উজ্জ্বল রঙের শাড়ি, সালোয়ার-কামিজ, কুর্তি, টপ্স, স্কার্ট, পাঞ্জাবি, শার্ট ছাড়াও রয়েছে শিশুদের পোশাকসহ নানা উপহারসামগ্রী।
নিজস্ব উইভিং ডিজাইনে সুতি কাপড়, লিনেন, জর্জেট, সিল্ক, ভয়েল কাপড়ের সংমিশ্রণে নতুনত্ব আনা হয়েছে। সময় ও পরিবেশ উপযোগী কাপড়ের ধরন ও অলংকরণ ক্রেতাদের ভালো লাগবে ।
পরিবারের সবার উপযোগী পোশাক, যুগল পোশাক, বন্ধুদের সঙ্গে মিলিয়ে পড়ার সিরিজ পোশাক কে-ক্র্যাফট-এর সব আউটলেট ছাড়াও অনলাইন www.kaykraft.com এবং ফেসবুক পেজ থেকে অর্ডার করা যাবে।
ব্রাইডাল মেকওভার রুবিয়া’স অ্যাসথেটিকে
বিয়ের দিন কনেকে আকর্ষণীয় সাজ উপহার দিতে রুবিয়া’স অ্যাসথেটিক মেকওভার নানা ধরনের প্যাকেজ নিয়ে এসেছে। এক্সক্লুসিভ হলুদের সাজ, পার্টি মেকওভার, কনে সাজ, মেনিকিওর-পেডিকিওর, হেয়ার রিবন্ডিং, ব্রাইডাল ফেসিয়াল, গ্লো অ্যান্ড শাইনিং ফেসিয়াল, ফেসিয়াল, হেয়ার কাটিং অ্যান্ড স্টাইল, হেয়ার কালারিং এবং ব্রাইডাল মেহেদিসহ রূপচর্চার আরও নানা সেবা রয়েছে। দক্ষ বিউটি এক্সপার্টকে দিয়ে সাজতে চাইলে আগেই বুকিং দিয়ে রাখুন। রুবিয়া’স অ্যাসথেটিক মেকওভারে রয়েছে এক্সক্লুসিভ হলুদ ব্রাইডাল প্যাকেজ। প্যাকেজটির মূল্য ৫ হাজার ৫০০ টাকা। এনগেজমেন্ট এক্সক্লুসিভ প্যাকেজ ৬ হাজার ৫০০ টাকায়। এ ছাড়া এক্সক্লুসিভ ওয়েডিং/রিসিভশন প্যাকেজ ৯ হাজার ৫ টাকায়। যেখানে রয়েছে ফ্ললেস ফেস মেকওভার উইথ ড্রামাটিক আই লুক, কাটো ক্রিসে নেইল ফলস পেইন্টিং, অপশনস ইন হেয়ার স্টাইল অ্যান্ড লেহেঙ্গা/শাড়ি সেটিংসহ আরও অনেক কিছু। আরও রয়েছে পার্টি মেকওভার প্যাকেজ। প্যাকেজ-১ পার্টি মেকওভার, প্যাকেজটির মূল্য ২ হাজার ৫০০ টাকা। প্যাকেজে রয়েছে ফেস মেকাপ, হেয়ার স্টাইল (ব্লো ড্রাই অ্যান্ড হেয়ার স্ট্রেইটেনিং) এবং শাড়ি সেটিং। প্যাকেজ-২ গর্জিয়াস পার্টি মেকওভার, প্যাকেজটির মূল্য ৩ হাজার ৫০০ টাকা। এতে রয়েছে ফেস মেকওভার, নেইল পলিশ, হেয়ার স্টাইল এবং শাড়ি সেটিংসহ আরও অনেক কিছু। রুবিয়া’স অ্যাসথেটিক মেকওভারের কর্ণধার বিউটি এক্সপার্ট রুবিয়া ইসলাম তুলি বলেন, ‘বিয়ের দিন সবচেয়ে সুন্দর ও আকর্ষণীয়ভাবে নিজেকে প্রেজেন্ট করতে সবাই চায়। তাই কনের সাজ পার্লারেই করা হয়। সে জন্য প্রয়োজন দক্ষ বিউটি এক্সপার্ট। ব্রাইডালের সাজ যেমন তেমন বিউটি এক্সপার্ট দিয়ে না করানোই ভালো। রুবিয়া’স অ্যাসথেটিক মেকওভার সেদিক থেকে এগিয়ে কারণ ব্রাইডাল সাজের জন্য জনপ্রিয় এবং স্বনামধন্য বিউটি স্টুডিও এটি।’ তিনি আরও বলেন, ‘একটি কথা বলে রাখা ভালো, মেকওভারে ক্ষেত্রে যে-কোনো প্যাকেজেই আমরা যেসব কসমেটিক ব্যবহার করি সেগুলো দেশের বাইরে থেকে নিয়ে আসা এবং সেরা সেরা ব্র্যান্ডের। তাই কসমেটিক কি ধরনের ব্যবহার হচ্ছে সেটি নিয়ে রুবিয়া’স অ্যাসথেটিক মেকওভার মানের দিক থেকে আপসহীন। এ ছাড়া আমাদের এখানে ব্রাইডালের জন্য নানা ধরনের প্যাকেজ রয়েছে। কেউ কাস্টমাইজ প্যাকেজ নিতে চাইলেও নিতে পারবেন।’ ঠিকানা : রুবিয়া’স অ্যাসথেটিক মেকওভার, ইন্দিরা রোড, ওয়েস্ট রাজা বাজার, ঢাকা। ফোন : ০১৯৭৪১৯৮৭৯০। ফেসবুক : www.facebook.com/rubiasaestheticmakeover
এবিএস ক্যাবলস্ লিমিটেডের সঙ্গে ই-ভ্যালি
১৭ জানুয়ারি ই-ভ্যালির প্রধান কার্যলয়ে এবিএস ক্যাবলস্ লিমিটেডের সঙ্গে ই-ভ্যালি ডটকম লিমিটেডের একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এবিএস ক্যাবলস্ লিমিটেডের পক্ষে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক কাউসার জামান বাপ্পী এবং ই-ভ্যালির পক্ষে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রাসেল ওই চুক্তিতে স্বাক্ষর করেন। এবিএস ক্যাবলস্ লিমিটেডের মহাব্যবস্থাপক দেওয়ান মো. আবদুল মতিন, সহকারী ব্যবস্থাপক (বিক্রয় ও বিপণন) মোহাম্মদ তাইফুর মাহমুদ ও ব্র্যান্ড কলসালটেন্ট মোহাম্মদ ইমরান এবং ই-ভ্যালি ডটকম লিমিটেডের কমার্শিয়াল বিভাগের প্রধান মো. সাজ্জাদ আলম ও সিনিয়র মুখ্য হিসাব ব্যবস্থাপক মীর তৌহিদুর রহমান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
অঞ্জন’সের নতুন ডিজাইন
এবারের বসন্ত আয়োজনে থাকছে ছেলেদের জন্য পাঞ্জাবি, শার্ট, কটি, মেয়েদের জন্য শাড়ি, সালোয়ার-কামিজ, লেডিস টপস। এ ছাড়া থাকছে শিশু-কিশোরদের জন্য বিশেষ আয়োজন। থিম হিসাবে বেছে নেওয়া হয়েছে ফ্লোরাল ও জ্যামিতিক মোটিফ। ডিজাইনেও বেশ বৈচিত্র্য থাকছে। কাপড় হিসাবে বেছে নেওয়া হয়েছে কটন, লিনেন কটন, ভয়েল ও স্লাব কটন। মাধ্যম হিসাবে বেছে নেওয়া হয়েছে স্ক্রিন প্রিন্ট, ব্লক প্রিন্ট, অ্যামব্রয়ডারি ও কারচুপি ইত্যাদি। এ ছাড়াও জুয়েলারির নতুন কালেকশন পাওয়া যাচ্ছে এবারের বসন্ত আয়োজনে।
ছাড় দিচ্ছে ব্যাং
বসন্ত ঋতুকে উৎসবমুখর করতে ফ্যাশন আউটলেট ব্যাং-এর অনলাইনে সব পোশাকে দেওয়া হচ্ছে ২০ শতাংশ ছাড়। বসন্তের এ হাওয়ায় নিজেকে মানানসই করে তুলে ধরতে বেছে নিন পছন্দের পোশাকটি। আরও বিস্তারিত জানতে, হটলাইন : ০১৫৫৪ ৮৫৫ ৩৮৪। follow
us on : facebookhttps://www.facebook.com/bang
কালার কম্বিনেশনে আর্ট
বসন্ত ঋতুর পোশাকগুলোর অন্যতম বৈশিষ্ট্য মার্জিত কালার কম্বিনেশন। পোশাকের কাপড়ের ক্ষেত্রে প্রাধান্য দেওয়া হয়েছে সম্পূর্ণ কটন কাপড়। Facebook: https://www.facebook.com/artbd
বসন্ত ও ভালোবাসা নিয়ে বিশ্বরঙ
পোশাক এবং সাজে ফাগুন আর ভালোবাসার রঙের ছোঁয়া পাওয়া যাবে একই সঙ্গে। বসন্ত ও ভালোবাসা দিবস উপলক্ষ্যে ২০ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে সিঙ্গেল কামিজের উৎসব ‘সিঙ্গেল ফেস্টিভ’। এ উৎসব থেকে কেনাকাটায় থাকছে শুধু সিঙ্গেল কামিজের ওপর ২০ শতাংশ মূল্য ছাড়। শীতের শেষবেলায় পোশাকগুলোতে ব্যবহার করা হয়েছে সুতি ও খাদি কাপড়। ফেজবুক পেজ bishworang fan club
ফ্লোরাল মোটিফ নিয়ে রঙ বাংলাদেশ
ভ্যালেন্টাইন্স আয়োজনের মূল রং মেরুন ও গোলাপি। এ ছাড়া রং হিসাবে মেজেন্টা, লাল, অফ হোয়াইট, বেগুনি ও কমলা ব্যবহার করা হয়েছে। চমৎকার এই সংগ্রহে আছে শাড়ি, সালোয়ার-কামিজ, আনস্ট্রিচ ড্রেস, পাঞ্জাবি, টি-শার্ট। ফ্লোরাল মোটিফকেই নানা আঙ্গিকে ব্যবহার করা হয়েছে। রঙ বাংলাদেশের সাব-ব্র্যান্ড ওয়েস্ট রঙের পোশাকেও থাকছে ভালোবাসার ছোঁয়া। ফেসবুক পেজে https://www.facebook.com/rangbangladesh
ফাল্গুনে নতুন কালেকশন লা রিভে
বসন্তের নানারকম উজ্জ্বল ফুল যেমন সূর্যমুখী, টিউলিপ, চেরি, পপির পাশাপাশি ইস্টার্ন বোটানিক, ফ্লোরাল টাইডাই ফর্ম, ফোক ফ্লোরাল এবং সবুজ পাতার বিভিন্ন শেড নিয়ে কাজ করা হয়েছে। বসন্তের প্রকৃতি ছাড়াও অন্যতম আকর্ষণ ট্রেন্ডি ইক্কাত প্রিন্ট। ভিসকোস, ফেইলি, মসলিন, কটন, হাফ সিল্ক এবং নিটের এই পোশাকগুলো ফাল্গুন-ভ্যালেন্টাইন ও একুশের আয়োজন ছাড়াও বছরজুড়ে যে-কোনো আয়োজনে পরা যাবে। বিস্তারিত www.facebook.com/lerevecraye
বর্ণিল আয়োজন ‘সারা’র
‘মধুর বসন্ত এসেছে মধুর মিলন ঘটাতে, মধুর মলয় সমীরে মিলন রটাতে’। ভালোবাসার এই ঋতুতে ‘সারা লাইফস্টাইল’ নিয়ে এসেছে বর্ণিল পোশাকের সমাহার। বসন্তের আয়োজনে ওমেন্স কালেকশনে ‘সারা’ এবার এনেছে এথনিক, সিঙ্গেল পিস কামিজ, থ্রি-পিস। মেন্সদের জন্য আছে পাঞ্জাবি। ফেসবুক পেজ (https://www.facebook.com/saralifestyle.bd)
নতুন ডিজাইন পলো প্লাস
ফ্যাশন হাউস পলো প্লাস এনেছে বসন্ত আবহাওয়া উপযোগী নতুন একাধিক ডিজাইনের পোশাক। আরামদায়ক কাপড়ে তৈরি এসব পোশাকের রঙ ও নকশায় রয়েছে বৈচিত্র্যের আমেজ। এসব পোশাকের মধ্যে আছে পলো শার্ট, শার্ট, টি-শার্ট ইত্যাদি। খুচরা ও পাইকারি কেনা যাবে। ঠিকানা : ১১৭/১১৭এ (তৃতীয় তলা), আজিজ সুপার মার্কেট, শাহবাগ, ঢাকা। যোগাযোগ করা যাবে তাদের ফেসবুক পেজে। ঠিকানা : www.facebook.com/ poloplusfashion
এক যুগপূর্তি ইজি’র
এই সময়ের জনপ্রিয় ফ্যাশন ব্র্যান্ড ইজির এক যুগ পূর্তি ১৮ ফেব্রুয়ারি। ইজি মানে ছেলেদের সব পোশাক। ইজি ফ্যাশনের কর্ণধার তৌহিদ চৌধুরী বলেন, দেখতে দেখতে ইজির এক যুগ। এই প্রথম এক যুগ উপলক্ষ্যে ১২ শতাংশ ছাড় (সব পণ্যে) ১২ দিন ১৭ ফেব্রুয়ারি থেকে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত। দীর্ঘ বছর ধরে সুনামের সঙ্গে ব্যবসা করে আসছি ইজি ক্রেতাদের হৃদয়ে জায়গা করে নিয়ে। আগামী দিনগুলোতে আরও এক্সক্লুসিভ ডিজাইন দিতে পারি এটাই আমাদের স্বপ্ন। পোশাকপ্রেমীদের ভালোবাসার স্থান যেন অটুট থাকে। এক যুগ পূর্তি উপলক্ষ্যে ইজি আয়োজন করেছে ফটো কনটেস্ট। এ ছবি প্রতিযোগিতাটি হচ্ছে ইজি ফ্যাশন লিমিটেড অনলাইন ফেসবুক পেজে। ইজির একটি পোশাক পরে ছবি তুলবেন। বাছাই করে একটি ছবি কমেন্টে আপলোড দেবেন। ইজি সম্পর্কে একটি মন্তব্য লিখবেন। এ ছবি প্রতিযোগিতা শুধু পুরুষদের জন্য। কেননা ইজি ফ্যাশন ছেলেদের ব্র্যান্ড শপ। দেশসেরা ৫০ জনকে বিজয়ী ঘোষণা করা হবে। যাদের কমেন্টে লাইক ও কমেন্ট বেশি পড়বে। ইজির অনলাইন পেজ থেকে বিজয়ীদের মেসেজ দেওয়া হবে। Fb page/ https://www.facebook.com/eas
yfashionltd.bd/
মেগাফটো কন্টেস্ট
বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষ্যে Love for Life 2021 নামে জমজমাট ফটো কন্টেস্টের আয়োজন করেছে ডোনা মিডিয়া। প্রতিযোগিতায় প্রথম বিজয়ী উপহার হিসাবে পাবেন পরিবার/সঙ্গী নিয়ে বাংলাদেশের তারকা হোটেল/রিসোর্টে একটি সুন্দর রাত ও দিন কাটানোর পাশাপাশি আনন্দময় পারিবারিক ক্যান্ডেল লাইট ডিনারের সুযোগ। প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারেন আপনিও। আপনার প্রিয়জন, হতে পারে মা-বাবা, হতে পারে স্ত্রী বা স্বামী কিংবা সন্তান। এমন ভালোবাসার মানুষকে সঙ্গে নিয়ে বর্ণিল ভালোবাসার আনন্দে মেতে উঠতে এখুনই প্রিয় মুহূর্তের ছবি পাঠিয়ে দিন #DonaMedia-এর ফেসবুক পেজে! ছবি পাঠানো যাবে ০৮ ফেব্রুয়ারি ২০২১ রাত ১২টা পর্যন্ত। ০১৯৬৬৭২৪৬২৫, ০১৮৮৫৫০৯৬২৬ নম্বরে।
আর্টিজ্যানের নতুন কালেকশন
ফ্যাশন ব্রান্ড আর্টিজ্যান হাজির হয়েছে বসন্ত আবহাওয়ার উপযোগী কালেকশন নিয়ে। এ কালেকশনে আছে শার্ট, টি-শার্ট, পলো শার্ট ও পাঞ্জাবি। আরামদায়ক কাপড়ে তৈরি এসব পোশাকের ডিজাইন ও কালারে রয়েছে বৈচিত্র্য। মোবাইল : ০১৯১৯৯৯১৮০১
Leave a Reply