ভূরুঙ্গামারী(কুড়িগ্রাম) প্রতিনিধিঃ
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে চিহ্নিত এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। আটক ওই ব্যক্তির নাম জহুরুল হক (৩৭)। সে উপজেলার জয়মনির হাট ইউনিয়নের দক্ষিন শিংঝাড় গ্রামের মৃত আবুল কাশেমের পুত্র। আটক ব্যক্তিকে রোববার আদালতের মাধ্যমে কুড়িগ্রাম জেল হাজতে পাঠানো হয়েছে।
জানাগেছে, ভূরুঙ্গামারী থানা পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে গত শনিবার গভীর রাতে চিহ্নিত মাদক ব্যবসায়ী জহুরুল হকের বাড়িতে অভিযান চালিয়ে ভারতে তৈরী ২৩ বোতল ফেন্সিডিল, ২৩ বোতল স্ক্যাফ, ৫০ গ্রাম গাঁজা ও মাদক বিক্রির নগদ ২লাখ ৫৭ হাজার ১শ’ ৩০ টাকা উদ্ধারসহ জহুরুল হক(৩৭)কে আটক করে।
উল্লেখ্য জহুরুল হক দীর্ঘদিন থেকে ভারত থেকে মদ,গাঁজা,ইয়াবাসহ বিভিন্ন মাদক এনে বিক্রি করে। তার বিরুদ্ধে ইতি পূর্বে ভুরুঙ্গামারী ও নাগেশ্বরী থানায় ৬টি মাদক মামলা বিচারাধীন রয়েছে।
ভূরুঙ্গামারী থানার ওসি আলমগীর হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন ২০১৮ সালের ৩৬(১)টেবিল ১৪(খ)/১৯(খ)ধারায় মামলা (মামলা নং ০১,তারিখ ২৬.০৯.২০২১) দায়েরর পর রোববার কুড়িগ্রাম কোর্টে পাঠানো হয়েছে।
Leave a Reply