ভূরুঙ্গামারী(কুড়িগ্রাম)প্রতিনিধিঃ
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীর পাইকেরছড়া ইউনিয়নে অবস্থিত ২ নং পাইকেরছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়টি নদী ভাঙ্গন থেকে রক্ষা ও বর্তমান স্থান থেকে স্থানান্তর না করার দাবীতে মানব বন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল দশটা থেকে দুপুর বারটা পর্যন্ত এ মানব বন্ধন অনুষ্ঠিত হয়। সকাল থেকে গুড়ি গুড়ি বৃষ্টিকে উপেক্ষা করে বিদ্যালয়টিতে অধ্যায়নরত ছাত্র-ছাত্রী, অভিভাবক, পরিচালনা কমিটির সদস্যসহ এলাকার শত শত নারী-পুরুষ উক্ত মানব বন্ধনে অংশ গ্রহন করে।
মানব বন্ধন থেকে জানানো হয় ২ নং পাইকের ছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়টি একটি পুরাতন ঐতিহ্যবাহি সরকারি প্রতিষ্ঠান। বিদ্যালয়টি ইতি পূর্বে ৪ বার দুধ কুমার নদীর গর্ভে বিলীন হয়েছে । বর্তমানে বিদ্যালয়টি দুধকুমার নদীর ভাঙ্গনের ফলে মারাত্মক হুমকির মুখে পড়েছে। বিদ্যালয় এলাকার নদী ভাঙন রোধে কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ড একটি প্রকল্প গ্রহণ করেছে, যা বর্তমানে চলমান রয়েছে। তাই বিদ্যালয়টি অন্যত্র সরিয়ে নেয়াটা অযৌক্তিক ও দুঃখজনক। বিদ্যালয়টি বর্তমান স্থান থেকে দু্ই কিলোমিটার দুরের সরিয়ে নিতে চাওয়া হচ্ছে। এতে চরাঞ্চলের শিশুদের পড়ালেখায় সমস্যা হবে। জনস্বার্থে বিদ্যালয়টি স্থানান্তর না করার দাবি জানানো হয়। তাই বিদ্যালয়টি যেন আগের স্থানে থাকে এই জন্য কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে উপজেলা প্রশাসন ও পানিসম্পদ মন্ত্রণালয়ের দৃষ্টি আকর্ষণ করা হয়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে একটি স্মারকলিপি প্রদান করা হয়।
এ সময় বক্তব্য রাখেন পাইকের ছড়া ইউনিয়ন আওয়ামিলীগ এর সভাপতি গাজিউর রহমান,
বিদ্যালয় পরিচালনা কমিটির সম্পাদক মজিবর রহমান, অভিভাবক মোজাম্মেল হক, সাব্বির আলম, ইউপি সদস্য নূরুজ্জামান প্রমুখ।
Leave a Reply