বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষ্যে Love for Life 2021 নামে জমজমাট ফটো কন্টেস্টের আয়োজন করেছে ডোনা মিডিয়া। প্রতিযোগিতায় প্রথম বিজয়ী উপহার হিসাবে পাবেন পরিবার/সঙ্গী নিয়ে বাংলাদেশের তারকা হোটেল/রিসোর্টে একটি সুন্দর রাত ও দিন কাটানোর পাশাপাশি আনন্দময় পারিবারিক ক্যান্ডেল লাইট ডিনারের সুযোগ।
প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারেন আপনিও। আপনার প্রিয়জন, হতে পারে মা-বাবা, হতে পারে স্ত্রী বা স্বামী কিংবা সন্তান। এমন ভালোবাসার মানুষকে সঙ্গে নিয়ে বর্ণিল ভালোবাসার আনন্দে মেতে উঠতে এখুনই প্রিয় মুহূর্তের ছবি পাঠিয়ে দিন #DonaMedia-এর ফেসবুক পেজে! ছবি পাঠানো যাবে ০৮ ফেব্রুয়ারি ২০২১ রাত ১২টা পর্যন্ত। ০১৯৬৬৭২৪৬২৫, ০১৮৮৫৫০৯৬২৬ নম্বরে।
Leave a Reply