ময়মনসিংহ প্রতিনিধি: ময়মনসিংহ জেলার গফরগাঁওয়ে বজ্রপাতে ধানকাটা এক শ্রমিকের মৃত্যু হয়েছে। আজ রবিবার দুপুরে উপজেলার পুখুরিয়া গ্রামে ধান কাটার সময় এ ঘটনা ঘটে। নিহত এই শ্রমিকের নাম নজরুল হক (৬৫)।এলাকাবাসী জানায়, নিহত নজরুল অন্যদিনের মতো আজ রবিবার দুপর আড়াইটা সময় জমিতে ধান কাটছিলেন। এ সময় বৃষ্টিসহ বজ্রপাত শুরু হলে তিনি বজ্রপাতে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে গফরগাঁও উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সের জরুরী বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করেন। সংবাদটি পেয়ে এলাকাবাসির মঝে শোকের ছায়া নেমে আসে।
Leave a Reply