ময়মনসিংহ প্রতিনিধি:ময়মনসিংহ সিটি কর্পোরেশনের কেন্দ্রীয় শহীদ মিনার সংলগ্ন স্থানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের মুরাল নির্মানের ভিত্তি প্রস্তর উদ্বোধন করেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র মো: ইকরামুল হক টিটু । ময়মনসিংহ জেলা পরিষদ অর্থায়নে আজ শনিবার বেলা ১১ টায় টাউন হল গেইট সংলগ্ন এই ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন ময়মননসিংহ জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক ইউসুফ খান পাঠান ও জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক।এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান মনতাজ উদ্দিন মন্তা, , ফারজানা শারমিন বিউটি, , আরজুনা কবির, জেলা পরিষদ প্রধান নিবার্হী কর্মকর্তা লিরা তরফদার, সহকারী প্রকৌশলী আবু বক্কর সিদ্দিক মিলন, উপ সহকারী প্রকৌশলী আব্দুর রউফ, খন্দকার জহিরুল ইসলাম,মোছাঃ শাওলী আক্তার,মাহদুদুল রহমান তছলিম সহ জেলা পরিষদের অন্যন্য কর্মকর্তাগন। উপস্থিত ছিলেন বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ। উদ্বোধন শেষে মোনাজাত করা হয়।
Leave a Reply