ময়মনসিংহের ধোবাউড়া উপজেলায় ১০ পিস ইয়াবাসহ এক শিক্ষককে আটক করছে পুলিশ। আটককৃত মতিউর রহমান চন্দ্রকোনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক।
পুলিশ জানায়, শনিবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে কলসিন্দুর স্কুল এন্ড কলেজের পাশ থেকে তাকে ইয়াবা ট্যাবলেটসহ আটক করা হয়। এ সময় তার মোটরসাইকেলে থাকা আরেকজন পালিয়ে যায়।
ধোবাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ব্যাপারে থানায় মাদক আইনে একটি মামলা রুজু হয়েছে। আসামিকে কোর্টে প্রেরণ করা হবে।
Leave a Reply