নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বলেছেন, এক লাখ লোক যদি মিছিল বের করে বা কোথাও বসে আন্দোলন শুরু করে, তাহলে সরকারের খবর হয়ে যাবে। এখন সেই পরিকল্পনা করেন। সবার কাছেই বলি এই সরকার আলাপ-আলোচনা করে সুষ্ঠু নির্বাচন দেবে না। এই সরকার নিজের কুয়া নিজে খুঁড়তে পারে না। এজন্য কোনো দাবি মানবে না।
আজ বৃহস্পতিবার বিকালে জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে সাদেক হোসেন খোকা ফাউন্ডেশন আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
মান্না বলেন, দিল্লির লোক যদি ১৬ দিন ধরে পুরো দিল্লি বন্ধ করে দিতে পারে, তাহলে আমি পারবো না কেন? মাহমুদুর রহমান মান্না বিদ্রোহ করতে চায় কিন্তু আমার সাথে তো হাজার হাজার মানুষ নাই। মানুষ আছে যাদের কাছে, তারা কর্মসূচি দিচ্ছে না। ১ লাখ লোক যদি বেরিয়ে মিছিল করতে পারে বা কোথাও বসে যায় তাহলে সরকারের খবর হয়ে যাবে। এখন সেই পরিকল্পনা করেন।
তিনি বলেন, এরা দুর্নীতি করছে, মানুষের কথা বলার অধিকার কেড়ে নিচ্ছে। ভোট যদি দেয়ও অন্যভাবে ভোট কেড়ে নিয়ে যাবে। এদেরকে নিয়ে ভালো কিছু করার সুযোগ আমি দেখি না। সিন্দাবাদের দৈত্যের মতো এরা ঘাড়ে উঠেছে নামবে না। দিল্লির কৃষক আন্দোলনের মতো বাংলাদেশে হতে পারে না? না যদি পারেন তাহলে ৩৪ বছর থাকবে।
আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম, প্রেস ক্লাবের সাবেক সভাপতি শওকত মাহমুদ, অবিভক্ত ঢাকার প্রয়াত মেয়র সাদেক হোসেন খোকার ছেলে ইশরাক হোসেন প্রমুখ।
Leave a Reply