হবিগঞ্জ প্রতিনিধি:হবিগঞ্জের মাধবপুরে ৫০ বছরেও নির্মিত হয়নি ব্রীজটি। ফলে এ এলাকার মানুষকে চাটাইয়ের সাঁকোর ওপর দিয়ে ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে। উপজেলার শাহজাহানপুর ইউনিয়নের ভারতীয় সীমান্ত ঘেষা গ্রাম লোহাঈদ।
উপজেলার মাঝে ১৯৭১ সালে এ গ্রামের বেশি সংখ্যক মানুষ মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করায় অনেকেই এ গ্রামকে মুক্তিযোদ্ধা গ্রাম হিসেবে চিনেন। গ্রামের মাঝ পাড়ায় মুক্তিযোদ্ধা আব্দুল খালেকের বাড়ির সামনের চলাচল অনুপযুক্ত এই ব্রীজটির জন্য জনপ্রতিনিধিরা অনেক আশ্বাস দিয়ে যাচ্ছেন। কিন্তু আশ্বাস পর্যন্তই শেষ। কাজের কাজ কিছু হচ্ছে না। এছাড়া গ্রামের রাস্তা ঘাটের অবস্থা খুবই নাজুক ও চলাচল অনুপযুক্ত। এতে গ্রামের মানুষের ভোগান্তির শেষ নেই।
সাত হাজার জনসংখ্যার এ গ্রামটিতে স্বাধীনতার পর লাগেনি কোন উন্নয়নের ছোয়া, হয়নি কোন উল্লেখযোগ্য উন্নয়ন। শাহজাহানপুর ইউনিয়নের মুক্তিযোদ্ধা কমান্ডার লোকমান মিয়া জানান, গ্রামটিতে কোন পাকা রাস্তা না থাকায় বর্ষা মৌসুমে মানুষের চলাচলে খুবই কষ্ট হয়। বিশেষ করে গর্ভবতী নারী ও বৃদ্ধ মানুষের চিকিৎসা দিতে উপজেলা সদরে যাওয়া আসা করা খবই কষ্ট। মুল সড়ক থেকে অল্প পরিমান রাস্তাটি নির্মান হলে তাদের দূর্দশা কিছুটা হলেও লাঘব হবে বলেও তিনি জানান।
শাহজাহানপুর ইউনিয়নের চেয়ারম্যান বাবুল হোসেন খান জানান, তিনি উপ-নির্বাচনে জয়ী হওয়ার পর থেকে সরকারের বিভিন্ন পর্যায়ে ব্রীজের ব্যাপারে আবেদন করে রেখেছেন। কিছু দিনের মধ্যে গ্রামবাসী এর সুফল পাবে। এ ব্যাপারে উপজেলা প্রকৌশলী জুলফিকার আহম্মদ এর সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তাকে পাওয়া যায়নি।
Leave a Reply