ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ দ্বিতীয় শ্রেণিতে পড়ুয়া এক শিশু ও নান্দাইলে প্রতিবন্ধী এক মাদরাসাছাত্রী ধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় পুলিশ দুই অভিযুক্তকে আটক করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার বিকালে ও আজ বুধবার সকালে পৃথক স্থানে এ ঘটনা ঘটে। ঘটনা দুইটির মামলা হয়েছে বলে পুলিশ নিশ্চিত করেছে।
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, ঈশ্বরগঞ্জ পৌর শহরের দত্তপাড়া এলাকায় নির্যাতনের শিকার শিশুটির (৮) বাসা। শিশুটির মা বাসায় না থাকায় পাশের বাসার গোপাল গৌড়ের ছেলে শাওন গৌড় (১৯) গত মঙ্গলবার বিকেলে তার নিজ বাসায় ডেকে নিয়ে ধর্ষণ করে। শিশুটির মা বাসায় ফিরে কন্যাকে না পেয়ে ডাকাডাকি করার পর সে অভিযুক্ত ধর্ষকের ঘর থেকে বেরিয়ে আসে। পরে মায়ের কাছে ঘটনা বর্ণনা করে শিশুটি। পরে শিশুটির বাবা বিষয়টি থানায় অবহিত করলে পুলিশ ধর্ষককে আটক করে।
অপরদিকে ময়মনসিংহের নান্দাইল উপজেলার খারুয়া ইউনিয়নের বেলতৈল গ্রামে মাদরাসাছাত্রীর বাড়ি। সে শারীরিক প্রতিবন্ধী। জানা যায়, চাচাতো ভাই মো. হুমায়ুন প্রায়ই তাকে উত্যক্ত করতো। আজ বুধবার সকালে ছাত্রীর বাড়িতে কেউ না থাকার সুযোগে ঘরে একা পেয়ে ‘বিয়ের প্রলোভন’ দিয়ে তাকে ধর্ষণ করে। এক পর্যায়ে চলে যেতে চাইলে প্রতিবন্ধী ছাত্রী তাকে ঝাপটে ধরে চিৎকার দেয়। এ অবস্থায় প্রতিবেশীরা ছুটে এসে অভিযুক্তকে ধরে পুলিশে খবর দেয়।
ঈশ্বরগঞ্জ থানার ওসি আব্দুল কাদের মিয়া ও নান্দাইল থানার ওসি মিজানুর রহমান আকন্দ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ধর্ষকদের আগামীকাল বুধবার আদালতে ও ভূক্তভোগীদের ডাক্তারী পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হবে।
Leave a Reply