ডিজিটাল নিরাপত্তা আইনে করা আরও দুই মামলায় ফটোসাংবাদিক সফিকুল ইসলাম কাজলকে জামিন দিয়েছেন হাইকোর্ট। আজ বৃহস্পতিবার বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচার মো. মোস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। রাজধানীর কামরাঙ্গীরচর ও হাজারীবাগ থানায় এ মামলা দুটি হয়েছিলো। এ দু’মামলায় জামিনের ফলে তার মুক্তিতে আর কোন বাধা নেই।
এর আগে গত ২৪শে নভেম্বর রাজধানী শেরেবাংলা নগর থানায় করা ডিজিটাল নিরাপত্তা আইনের অপর একটি মামলায় জামিন পেয়েছিলেন সাংবাদিক সফিকুল ইসলাম।
আদালতে সফিকুল ইসলাম কাজলের পক্ষে শুনানি করেন আইনজীবী জ্যোতির্ময় বড়ুয়া। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. সারওয়ার হোসেন।
আইনজীবী জ্যোতির্ময় বড়ুয়া বলেন, এই দুই মামলায় জামিন পাওয়ায় সফিকুল ইসলাম কাজলের আইনগত কোনো বাধা নেই।
গত ১১ই মার্চ ঢাকার চকবাজারের বাসা থেকে বের হয়ে ‘নিখোঁজ’ হয়েছিলেন সফিকুল ইসলাম কাজল। ‘নিখোঁজের’ ৫৩ দিন পর গভীর রাতে যশোরের বেনাপোলের সীমান্তের একটি মাঠ থেকে কাজলকে উদ্ধার করা হয়।
এর আগে কাজলসহ ৩২ জনের বিরুদ্ধে ১০ মার্চ শেরেবাংলা নগর থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেন এমপি সাইফুজ্জামান শিখর।একই আইনে কামরাঙ্গীরচর ও হাজারীবাগ থানায় যুব মহিলা লীগের দুই নেত্রী আরও দুটি মামলা করেন। পৃথক মামলায় গত ৩রা মে থেকে কারাগারের আছেন সাংবাদিক কাজল।
Leave a Reply