‘জিনের বাদশার’ গুপ্তধনের আশায় সুদূর ময়মনসিংহ থেকে গাইবান্ধার গোবিন্দগঞ্জে যাচ্ছিল এসএসসি পরীক্ষার্থী (১৬) এক স্কুলছাত্রী। বাসযাত্রীরা টের পাওয়ায় সে অল্পের জন্য রক্ষা পেয়েছে।
বগুড়ার শাজাহানপুর থানা পুলিশ সোমবার রাতে রংপুরগামী বাস থেকে তাকে উদ্ধার করে। পরে তাকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। শাজাহানপুর থানার ওসি আবদুল্লাহ আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
পুলিশ ও পরিবারের সদস্যরা জানান, ময়মনসিংহের ফুলপুর উপজেলার ওই মেয়ে এসএসসি পরীক্ষার্থী। গত কয়েক দিন ধরে এক প্রতারক তাকে ফোন দিয়ে নিজেকে জিনের বাদশা দাবি করে। তার পরিবারের সদস্যদের বর্ণনা দিয়ে বিশ্বাস অর্জন করে। প্রতারক তাকে গুপ্তধনের প্রলোভন দেয় এবং কাউকে না জানিয়ে ‘জিনের বাদশার দেশ’ খ্যাত গাইবান্ধার গোবিন্দগঞ্জে আসতে বলে।
তাকে সেখান থেকে পাশের উপজেলা পলাশবাড়ীতে নিয়ে গুপ্তধন দেওয়ার কথা বলা হয়। বিষয়টি প্রকাশ করলে জিন তার মা, প্রতিবন্ধী ভাইসহ পরিবারের সদস্যদের হত্যা করবে বলে ভয় দেখায়। ওই ছাত্রী স্কুল থেকে অ্যাসাইনমেন্ট আনার কথা বলে গত সোমবার বেলা ১১টার দিকে বাড়ি থেকে বের হয়। এরপর থেকেই তার ফোন বন্ধ পাওয়া যায়। বাড়িতে না ফিরলে স্বজনরা সম্ভাব্য সব স্থানে খোঁজ করে তার সন্ধান না পেলে বিষয়টি পুলিশকে অবহিত করা হয়।
শাজাহানপুর থানা পুলিশ সূত্র জানায়, ওই ছাত্রী বাহন নামে একটি বাসে গাইবান্ধার গোবিন্দগঞ্জ যাচ্ছিল। বাসের মধ্যে তার কাছে বারবার ফোন আসছিল। কথার ধরন দেখে পাশের সিটের যাত্রী বগুড়া সরকারি আজিজুল হক কলেজের ইতিহাস বিভাগের প্রধান প্রফেসর রমজান আলী আকন্দ ও অন্য যাত্রীর সন্দেহ হয়। তারা ছাত্রীর পরিচয় জানতে চাইলে সে অসংলগ্ন কথা বলে। তখন তারা ৯৯৯ নম্বরে ফোন করলে বাসটি শাজাহানপুর থানা এলাকায় থামানো হয়। রাত ৯টার দিকে পুলিশ তাকে উদ্ধার করে।
শাজাহানপুর থানার ওসি আবদুল্লাহ আল মামুন জানান, এসএসসি পরীক্ষার্থী ওই ছাত্রীকে উদ্ধারের পর তার পরিবারকে খবর দেওয়া হয়। সোমবার রাত দেড়টার দিকে তাকে তাদের জিম্মায় দেওয়া হয়েছে।
তিনি আরও জানান, মেয়েটি অল্পের জন্য প্রতারকদের খপ্পর থেকে রেহাই পেয়েছে।
Leave a Reply