স্টাফ রিপোর্টারঃ
ময়মনসিংহের গৌরীপুরে বাস মাহিন্দ্রা সংঘর্ষে দুই নারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরো ৪ জন।
মঙ্গলবার (২০ জুলাই) বেলা পৌনে দুইটার দিকে উপজেলার ময়মনসিংহ-কিশোরগঞ্জ সড়কের রামগোপালপুর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, ময়মনসিংহ থেকে ঈশ্বরগঞ্জে উদ্দেশ্যে ছেড়ে আসা মাহিন্দ্রা রামগোপালপুর নামক স্থানে আসতেই ভৈরব থেকে ছেড়ে আসা একটি বাসের সাথে সংঘর্ষ হয়। এতেই ঘটনাস্থলেই এক নারীর মৃত্যু হয়। এ সময় আহত হয় আরও ৫ জন। পরে আহতের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিৎসাধীন অবস্থায় আরও এক নারীর মৃত্যু হয়।
বিষয়টি নিশ্চিত করে গৌরীপুর থানার ওসি খান আব্দুল হালিম সিদ্দিকী বলেন, নিহত দুই নারী মাহিন্দ্রার যাত্রী ছিল। বাসটি জব্দ করা সম্ভব হলেও চালক পালিয়ে গেছে। তবে, নিহতদের পরিচয় জানাতে পারেননি তিনি।
Leave a Reply