ময়মনসিংহ প্রতিনিধিঃ ১৪ ফেব্রুয়ারী চতুর্থ দফা পৌরসভা নির্বাচনে ময়মনসিংহের ত্রিশালে সতন্ত্রপ্রার্থী জয়ী হয়েছেন।তিনি তৃতীয়বারের মতো মেয়র নির্বাচিত হলেন। অর্থাৎ হ্যাট্রিক করলেন । রবিবার (১৪ ফেব্রুয়ারি) সন্ধ্যার পর অতিরিক্ত জেলা নির্বাচন কর্মকর্তা শফিকুল এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ত্রিশাল পৌরসভা নির্বাচনে সতন্ত্রপ্রার্থী এবিএম আনিসুজ্জামান আনিস (জগ) প্রতিক নিয়ে পেয়েছেন ১২০২০ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্ধী আ’লীগ মনোনীত মেয়র প্রার্থী নবী নেওয়াজ সরকার পেয়েছেন ৭৪৮৬ ভোট। ত্রিশাল পৌরসভায় ২৬ হাজার ৮২২ জন ভোটারের ভোটাধিকার প্রয়োগের কথা রয়েছে।
এ নিয়ে টানা ৩ বার পৌর মেয়র হিসেবে নির্বাচিত হওয়ায় এ এলাকার সচেতন মহল থেকে শুরু করে আবাল বৃদ্ধ বনিতা সকলেই খুশি তাদের চিরাচেনা মেয়র এবিএম. অনিসুজ্জামান আনিছ কে আবারও মেয়রের আসনে বসাতে পেরে।
টানা তিনবারের মতো অপরাজিত থাকার আনন্দ-অনভূতি জানতে চাইলেমেয়র এবিএম. অনিসুজ্জামান আনিছ বলেন, এলাকাবাসীর কাছে আমি চিরঋণী তৃতীয় বারের মতো আমাকে মেয়র নির্বাচিত করায়।
Leave a Reply