ঘটনা ময়মনসিংহের নান্দাইল উ’প’জে’লা’য়। মৃতের জন্য কবর খুঁড়তে গিয়ে এক যুবকের মৃ’ত্যু হয়েছে। বুধবার সকাল ৮টার দিকে নান্দাইল স’দ’র ইউনিয়নের ভাটিসাভার বি’ল’পা’ড় গ্রামে এ শিক্ষণীয় ঘটনাটি ঘটে।
মৃত ব্য’ক্তি’র নাম বাবুল মিয়া (৪০)তিনি নান্দাইল সদর ইউনিয়নের ভা’টি’সা’ভা’র বিলপাড় গ্রামের মৌজ আলীর ছেলে। নান্দাইল স’দ’র ইউনিয়নের (৭ ওয়ার্ড) ভাটিসাভার বিলপাড় গ্রামের ই’উ’পি সদস্য আ. হালিম জানান,মঙ্গলবার নান্দাইল সদরে বি’ল’পা’ড় গ্রামের বাহাদুর আলীর স্ত্রী নূরজাহান (৪৫) মারা যান।বুধবার স’কা’লে পারিবারিক গোরস্থানে বাবুল মিয়া কবর খুঁড়তে যান। এসময় মা’টি’তে কোদালের কোপ দিয়েই অসুস্থ হয়ে মাটিতে প’ড়ে যান তিনি।
পরে সেখান থেকে স্থানীয়রা উদ্ধার করে নান্দাইল উ’প’জে’লা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘো’ষ’ণা করেন।নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চি’কি’ৎ’স’ক ডা. মাহামুদুর রশিদ জানান, ওই ব্যক্তি হাসপাতালে আ’সা’র আগেই মারা গেছেন। তবে ধারণা করা হচ্ছে, কবর খোঁ’ড়া’র সময় স্ট্রোক করে তার মৃত্যু হয়েছে। ম’র’দে’হ স্বজনরা নিয়ে গেছেন।
Leave a Reply