অবৈধভাবে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) চিনি মজুদের অভিযোগে ময়মনসিংহের এক ডিলারকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। মো. আব্দুল বারী (৭০) নামে ওই ডিলারের কাছ থেকে জব্দ করা হয়েছে ৭৫০০ কেজি চিনি।
গ্রেফতার আব্দুল বারীর বাড়ি ময়মনসিংহ জেলার গফরগাঁও উপজেলার সোল হাসিয়া এলাকায়। ব্যবসায়ের সূত্রে ময়মনসিংহের সিএন্ডবি রোড এলাকায় বাসা ভাড়া করে থাকেন তিনি।
রবিবার (২০ ডিসেম্বর) রাত ১১টার দিকে ময়মনসিংহ র্যাব-১৪’র কার্যালয় থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।
এর আগে এদিন বিকেলে নগরীর খাগডহর সিএন্ডবি মোড় এলাকার মেসার্স বারী স্টোরে অভিযান চালিয়ে অবৈধভাবে মজুদ করা টিসিবির ১৫০ বস্তা চিনি উদ্ধার করে র্যাব।
এ বিষয়ে র্যাব-১৪ বিএসপি মেজর মো. ফজলে রাব্বি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে নগরীর খাগডহর সিএন্ডবি মোড় এলাকায় মেসার্স বারী স্টোর থেকে ৫০ কেজির ১৫০ বস্তা চিনি উদ্ধার করা হয়। এ সময় টিসিবির ডিলার মো. আব্দুল বারীকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার আব্দুল বারীকে জিজ্ঞাসাবাদে বরাত দিয়ে র্যাব জানিয়েছে, তিনি টিসিবির একজন ডিলার। দীর্ঘদিন ধরে টিসিবির নিয়ম-নীতি না মেনে নিত্য প্রয়োজনীয় পণ্য বেশি লাভের আশায় অবৈধভাবে দোকানে মজুদ রেখে বাজারে চড়া মূল্যে বিক্রয় করে আসছেন।
তার বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে সংশ্লিষ্ট থানায় মামলা দায়েরের পর জেল হাজতে পাঠানো হয়েছে বলেও জানান মেজর ফজলে রাব্বি।
Leave a Reply