ময়মনসিংহ প্রতিনিধিঃ
৪০ হাজার শলাকা নকল ব্যান্ডরোলযুক্ত বিড়ি জব্দ করেছে ভ্রাম্যমান আদালত।
রবিবার বিকালে জেলার তারাকান্দা উপজেলার তারাকান্দা বাজার, কাচারী বাজার, ধলিরকান্দা বাজারে এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। অভিযান চালিয়ে নকল ব্যান্ডরোলযুক্ত ৪০ হাজার তারা বিড়ি, সৌখিন বিড়ি, দয়াল বিড়ি জব্দ সহ ৭ ব্যবসায়ীকে ২৮ হাজার টাকা জরিমানা করা কথা জানিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
অভিযান পরিচালনা করেন তারাকান্দা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জনাব মিজাবে রহমত।।
তিনি বলেন, ব্যবসায়ীরা বিভিন্ন গোডাউনে নকল ব্যান্ডরোলযুক্ত বিড়ি রেখে লোকবল নিয়োগ করে বাজারজাত করছিলেন দীর্ঘদিন ধরে। সম্প্রতি বিষয়টি জানতে পেরে অভিযান চালিয়ে ৪০ হাজার শলাকা নকল ব্যান্ডরোলযুক্ত তারা বিড়ি, সৌখিন বিড়ি, দয়াল বিড়ি জব্দ করে। এ সময় জব্দকৃত বিড়ি আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয় বলেও জানান নির্বাহী অফিসার (ইউএনও) জনাব মিজাবে রহমত।
অভিযানে ৭ জন ব্যবসায়ীকে ২৮ হাজার টাকা জরিমানা করার পর সকল ব্যবসায়ী, স্থানীয় জন প্রতিনিধিকে নির্দেশ দেন, এই সমস্ত বিড়ি যেন আর বাজারে প্রবেশ না করতে পারে। পরবর্তীতে যদি উক্ত বিড়ি বাজারে পাওয়া যার তাহলে তাদের বিরুদ্ধে আইন আনুক শাস্তি প্রদান করা হবে।
সরকারী বিধিমতে সরকার নির্ধারিত ১৮ টাকা মূল্যের কমের যেকোনও বিড়ি উৎপাদন, পরিবহন ও বিক্রয় সম্পূর্ণ দন্ডনিয় অপরাধ। কর্মকর্তারা সকল কমদামী নকল ব্যান্ডরোলযুক্ত বিড়ি উৎপাদন ও বিক্রয় বন্ধে ব্যবসায়ীসহ সকলের সহযোগীতা কামনা করেন। নকল ব্যান্ডরোলযুক্ত কমদামী বিড়ির বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলেও জানান সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
Leave a Reply