ময়মনসিংহ প্রতিনিধিঃ
ময়মনসিংহের ফুলবাড়ীয়ায় নকল ব্যান্ডরোলযুক্ত বিড়ি উদ্ধার করেছে ফুলবাড়ীয়া থানা পুলিশ।
ফুলবাড়ীয়া থানার অফিস ইনচার্জ মোল্লা জালাল উদ্দীনের নির্দেশে উপ পুলিশ পরিদর্শক মাইন উদ্দিন ও তার সংগীয় দল এ অভিযান পরিচালনা করেন।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বরুকা রুটের তালতলা বাজার, পোড়াতন বাজার, নতুন বাজার, বদ্দীবাড়ী, নয়ন বাড়ী, তেলিগাম রুট, তেলিগাম বাজার এবং দশমাইল বাজারে ২৫টি দোকানে অভিযান চালিয়ে নকল ব্যান্ডরোলযুক্ত ৩ হাজার পাখা বিড়ি, ২ হাজার মিষ্টি বিড়ি, ২ হাজার যমুনা বিড়ি জব্দ করা হয়। ব্যবসায়ীগন কমদামী, ও নকল ব্যান্ডরোলযুক্ত বিড়ি বিক্রি করবেন না বলে প্রতিশ্রুতিবদ্ব হন। জব্দ কৃত বিড়ি জনসম্মুখে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।
তিনি আরো বলেন, সরকারী ট্যাক্স ফাকি দিয়ে কেও নকল ব্যন্ডরোলযুক্ত বিড়ি বিক্রি করতে পারবে না, নকল ব্যান্ডরোলযুক্ত বিড়ি বিক্রির বিরুদ্ধে অভিযান চলমান থাকবে। সাম্প্রতিক এই সব বিড়ি বন্ধের জন্য হাইকোর্ট একটি রোল জারি করেছেন।
সরকারী বিধিমতে সরকার নির্ধারিত ১৮ টাকা মূল্যের কমের যেকোনও বিড়ি উৎপাদন, পরিবহন ও বিক্রয় সম্পূর্ণ দন্ডনিয় অপরাধ। কর্মকর্তারা সকল কমদামী নকল ব্যান্ডরোলযুক্ত বিড়ি উৎপাদন ও বিক্রয় বন্ধে ব্যবসায়ীসহ সকলের সহযোগীতা কামনা করেন। নকল ব্যান্ডরোলযুক্ত কমদামী বিড়ির বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলেও জানান সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
Leave a Reply