ময়মনসিংহ প্রতিনিধি : ময়মনসিংহে এক নারীসহ ৭ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। এ সময় তাদের কাছ ১৩০ পিস ইয়াবা ও ২৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
বৃহস্পতিবার (২৯ এপ্রিল) জেলা শহর ও সদরে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, মো. জনি মোল্লা (২৭), মোঃ রাসেদুজ্জামান ওরফে লিককন (২২), মো. তারিকুজ্জামান ওরফর তারেক (২২), মো. রিপন মিয়া (৪২), মো. শাহাজাদা ওরফে শাহআলম (৪৫), মো. আশিকুর রহমান (২৮) ও মোছা. ইয়াসমিন বেগম (৩৫)।
শুক্রবার (৩০ এপ্রিল) বিকালে ময়মনসিংহ জেলা গোয়েন্দা শাখার পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।
এ বিষয়ে জেলা গোয়েন্দা শাখার ওসি শাহ কামাল আকন্দ বলেন, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা দায়েরের পর তাদের আদালতে সোর্পদ করা হয়েছে।
Leave a Reply