ময়মনসিংহ প্রতিনিধিঃ
ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলায় নকল ব্যান্ডরোলযুক্ত বিড়ি জব্দ করেছে মুক্তাগাছা থানা পুলিশ। এ সময় কালীবাড়ির চেচুয়া টেরিটোরি, ঘাটুরি বটতলা, বিনোদবাড়ী মানকোন, পদুরবাড়ী ও চেচুয়াবাজারে অভিযান চালিয়ে নকল ব্যান্ডরোলযুক্ত প্রায় ২৫ হাজার সলাকা রাজু বিড়ি, মটর বিড়ি, নূর বিড়ি ও মোহিনী বিড়ি জব্দ। এ সময় ৩৪ টি দোকানে অভিযান করা হয়। অভিযান পরিচালনা করেন মুক্তাগাছা থানার সাব ইন্সপেক্টর শাশ্বত দত্ত চৌধুরী ও তার সংগীয় দল।
সাব ইন্সপেক্টর শাশ্বত দত্ত চৌধুরী বলেন, সরকারী রাজস্ব ফাঁকি দিয়ে একটি চক্র কম দামে ভোক্তাদের কাছে নকল ব্যান্ডরোলযুক্ত বিড়ি বিক্রি করে আসছে এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে প্রায় ২৫ হাজার সলাকা রাজু বিড়ি, মটর বিড়ি, নূর বিড়ি ও মোহিনী বিড়ি জব্দ করা হয়। পরে নকল ব্যান্ডরোলযুক্ত বিড়ি আগুনে পুড়িয়ে ধংশ করা হয়।
অপরদিকে ময়মনসিংহের ভালুকা ও গফরগাও এলাকার মিদিলা বাজার, আসতানার মোড় , সান্তিগন্জ বাজার ও বিরুনিয়া মোড়ে ভালুকা থানা পুলিশের সহায়তায় ৩৫ টি দোকানে অভিযান করা হয় এবং ২০ হাজার শলাকা জনতা বিড়ি, জনি বিড়ি ও মোহিনী বিড়ি জব্দ করা হয়। অভিযান পরিচালনা করেন ভালুকা থানার সাব ইন্সপেক্টর রেযাউল করিম ও তার সংগীয় দল।
ব্যাবসায়ী গন কমদামী ও নকল বিড়ি আর জীবনে বিক্রি করবেন না বলে প্রতিশ্রুতিবদ্ব হন।
সরকারী রাজস্ব ফাঁকি দিয়ে একটি চক্র কম দামে ভোক্তাদের কাছে নকল বিড়ি বিক্রি করে আসছে। এসব অভিযান অব্যাহত থাকবে বলেও জানান পুলিশ।
সরকারী বিধিমতে সরকার নির্ধারিত ১৮ টাকা মূল্যের কমের যেকোনও বিড়ি উৎপাদন, পরিবহন ও বিক্রয় সম্পূর্ণ দন্ডনিয় অপরাধ। কর্মকর্তারা সকল কমদামী নকল ব্যান্ডরোলযুক্ত বিড়ি উৎপাদন ও বিক্রয় বন্ধে ব্যবসায়ীসহ সকলের সহযোগীতা কামনা করেন। নকল ব্যান্ডরোলযুক্ত কমদামী বিড়ির বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলেও জানান সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
Leave a Reply