বৃহস্পতিবার দুপুরে ময়মনসিংহের কোতোয়ালি মডেল থানায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক ভিপি নুরুল হক নুরের বিরুদ্ধে ময়মনসিংহে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করা হয়েছে।মামলাটি করেছেন জেলা স্বেচ্ছাসেবকলীগের সাংগঠনিক সম্পাদক মো. সোহেল গনি।
মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, ১৪ এপ্রিল নুরুল হক নুর তার ফেসবুক আইডি থেকে লাইভে বক্তব্য দেন। যা মিথ্যা-বানোয়াট, আক্রমণাত্মক, উসকানিমূলক। বক্তব্যে তিনি বলেন- ‘কোনো মুসলমান আওয়ামী লীগ করতে পারে না, যারা আওয়ামী লীগ করে তারা ধান্দাবাজ, চাঁদাবাজ, মাদক ব্যবসায়ী, চিটার বাটপার, প্রকৃত কোনো মুসলমান আওয়ামী লীগ করতে পারে না, এদের কোনো ঈমান নাই, শুক্রবার একদিন নামাজ পড়তে যাবে, আর পাঁচ ওয়াক্ত নামাজের কোনো খবর নাই, আওয়ামী উগ্রবাদীরা আলেম ওলামাদের চরিত্র হরণ করে, আওয়ামী উদ্রবাদীরা আলেম ওলামাদের নিয়ে যে বিদ্বেষ ছড়াচ্ছে, ফেসবুকে লেখালেখি করছে, তারা কখনও মুসলমান হতে পারে না, এদের কোনো ঈমান নেই।’
বাদী সোহেল গনি বলেন, নুরুল হক নুরের বক্তব্য আওয়ামী লীগের নেতাকর্মী ও মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে আঘাত দিয়েছে। বিভিন্ন শ্রেণি-পেশা ও সম্প্রাদয়ের মধ্যে শত্রুতা, ঘৃণা, বিক্ষোভ সৃষ্টি করছে। মানহানিকর বক্তব্য দেয়ায় তার বিরুদ্ধে মামলা করেছি।
কোতোয়ালি মডেল থানার ওসি ফিরোজ তালুকদার বলেন, অভিযোগের সত্যতা পাওয়ায় মামলাটি নথিভুক্ত করা হয়েছে।
Leave a Reply