শনিবার (১৪ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ময়মনসিংহের তারাকান্দায় ফাতেমা আক্তার (১৮) নামে এক পোশাককর্মী আত্মহত্যা করেছেন।ফাতেমা আক্তার উপজেলার বিসকা ইউনিয়নের ঘিটুয়ারী গ্রামের খোরশেদ আলমের মেয়ে।স্থানীয়রা জানায়, করোনাভাইরাস সংক্রমণের কারণে গার্মেন্টস বন্ধ ঘোষণা করলে বেশ কয়েক মাস আগে বাড়িতে ফিরে আসেন ফাতেমা। পরে গার্মেন্টস খোলা হলেও তিনি আরও ঢাকা ফিরে যাননি।
শনিবার সন্ধ্যার আগে পারিবারিক অভাব-অনটনের কারণে মায়ের সঙ্গে তার ঝগড়া হয়। এরপর ঘরে ঢুকে দরজা বন্ধ করে দেন ফাতেমা।
দীর্ঘ সময় পরও ঘর থেকে বেরিয়ে না আসায় অনেক ডাকাডাকি করেন তার পরিবারের লোকজন। পরে তারা ঘরের দরজা ভেঙে দেখেন, ফাতেমা ঘরের আঁড়ার সঙ্গে ঝুলছেন।বিষয়টি নিশ্চিত করে তারাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিহতের পরিবারের অভিযোগের ভিত্তিতে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।
Leave a Reply