জেলার গৌরীপুর উপজেলার মাওহা ইউনিয়নের বীরআহাম্মদপুর গ্রামে বুধবার স্বামীর দা’য়ের কুপে স্ত্রী ললিতা বেগম (৪০) নিহত হন। ঘটনাটি ঘটে (২৯ সেপ্টেম্বর/২০২১)। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন গৌরীপুর থানার অফিসার ইনচার্জ খান আব্দুল হালিম সিদ্দিকী।
নিহতের ছোট ভাই শামীম আহাম্মেদ জানান, তার বোন জামাই মো. রফিকুল ইসলাম রফিক (৫০) এর সঙ্গে তার বোনের কোন বিরোধ ছিল না। কিছুদিন পূর্বে সড়ক দুর্ঘটনায় রফিক গুরুত্বর আহত হন। গত দু’মাস যাবত মানসিক সমস্যায় ভোগছিলো। মানসিক রোগের জন্য তিনি চিকিৎসাধীন ছিলো।
Leave a Reply