রাজধানীর যাত্রাবাড়ীতে একটি বাসায় ঢুকে মা-মেয়েসহ তিনজনকে চাপাতি দিয়ে কুপিয়ে গুরুতর আহত করেছে এক দুর্বৃত্ত।
রোববার সন্ধ্যায় যাত্রাবাড়ীর শনিরআখড়ার শেখদীতে বাড়িতে এ ঘটনা ঘটে।
হতরা হলেন ইয়াছমিন আক্তার (৩৫), মেয়ে মাহমুদা মেহেরিন (১৫), প্রতিবেশী রুহুল কুদ্দুস বাবু (৪৫)।
আহত ইয়াছমিন গণমাধ্যমকে জানান, পূর্ব পরিচিত পরান নামের একলোক পূর্ব শত্রুতার জের ধরে সন্ধ্যায় বাসার দরজা নক করে। মেয়ে দরজার খুললে ডান হাতে কোপ দেয় এবং পরে তার (ইয়াছমিন) মাথায় কোপ দেয়। এর আগে বাবুকে কোপানো হয়।
পরে তাদের তিনজনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয়। আহত ইয়াছমিন শনিরআখড়ার শেখদীতে পরিবার নিয়ে থাকেন।
ঢামেক হাসপাতাল ক্যাম্পের ইনচার্জ পুলিশ পরিদর্শক মো. বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করে জানান, হামলার বিষয়টি শুনেছি। বিস্তারিত পরে জানাতে পারব।
Leave a Reply