চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলায় যাদুকরী ভঙ্গিতে রঙ্গিন মুরগি বিক্রির নামে প্রতারণার এক তরুণকে ধরে মোবাইল কোর্টে অর্থদণ্ড করা হয়েছে। বৃহস্পতিবার দুপুর ১টার দিকে দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার দিলরা রহমান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তার অর্থ দণ্ড রায় প্রদান করেছে।
আদালত সূত্রে যানা যায়, বৃহস্পতিবার প্রতারণার নতুন ফাঁদ পেতে সাধারণ মুরগি রং করে রঙ্গিন মুরগি হিসেবে বিক্রি করেছে এক তরুণ। ৩০০টি মুরগি নিয়ে তার ব্যবসা শুরুর উদ্দেশ্যে বৃহস্পতিবার সকালে যাত্রা শুরু করে বেলা ১১টার দিকে দামুড়হুদা উপজেলা পরিষদ চত্বরে আসে ওই তরুণ।
এ সময় সাধারণ মানুষের সঙ্গে প্রতারণার অভিযোগে দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার দিলরা রহমান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তার এক হাজার টাকা অর্থ দণ্ড রায় প্রদান করেছে।
দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার দিলরা রহমান জানান, এক তরুণ সে অত্যন্ত দক্ষতার সঙ্গে যাদুকরী ভঙ্গিতে ১ দিন বয়সী মুরগীগুলির হাত-পা, মাথা ঘুরিয়ে আবার স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনছে যা ভিডিও করা হয়। অনেক ক্রেতা মুহূর্তের মোহে আকর্ষিত হয়ে অধিক মূল্যে ক্রয় করছেন এসব মুরগি। শুধু অধিক মূল্য নয় বরং এসব মুরগি স্বাস্থ্যগত হুমকির সম্মুখীন।
তিনি জানান, বর্তমানে বার্ড ফ্লুর সংক্রমণ ছড়িয়ে পড়ছে ব্যাপক হারে। অথচ এই মুরগিগুলি কোনো রকম স্বাস্থ্যগত চেকআপ ছাড়াই বিক্রয়ের জন্য বাজারে নিয়ে আসা হচ্ছে। এছাড়া, রং করতে গিয়ে কেমিক্যালের প্রভাবেও মৃত্যুমুখে পতিত হচ্ছে অনেক মুরগি।
ক্রেতাগণের কৃত্রিম রং মাখা এসব মুরগি কিনে প্রতারিত না হওয়ার সৃষ্টি আকর্ষণ করেন ইউএনও।
এ সময় উপস্থিত ছিলেন দামুড়হুদা উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. মশিউর রহমান, দামুড়হুদা মডেল থানার ওসি মো. আব্দুল খালেক, দর্শনা থানার ওসি মাহবুবুর রহমান কাজল প্রমুখ।
Leave a Reply