পাকিস্তানে সংখ্যালঘুদের ওপর অত্যাচার ও মানবাধিকার লঙ্ঘনের ঘটনা নিয়ে চাঞ্চল্যকর তথ্য ফাঁস করল মার্কিন যুক্তরাষ্ট্র। দেশটির এক কর্মকর্তা জানিয়েছেন, পাকিস্তানের হিন্দু ও খ্রিস্টান নারীদের ওপর চলছে অকথ্য অত্যাচার। তাদেরকে যৌনদাসী বা রক্ষিতা বানিয়ে পাঠানো হচ্ছে চীনে।
ইউএস অ্যাম্বাসাডর অ্যাট লার্জ ফর ইন্টারন্যাশনাল রিলিজিয়াস ফ্রিডম, স্যামুয়েল ডি ব্রাউনব্যাক জানিয়েছেন এই তথ্য। মঙ্গলবার এক বিশেষ রিপোর্ট সামনে আনেন তিনি। ওই রিপোর্টে তিনি জানান চীনের বিশেষ নাগরিকদের রক্ষিতা বানিয়ে পাঠানো হচ্ছে পাকিস্তানের হিন্দু ও খ্রিস্টান নারীদের। জোর করে যৌনদাসী হতে বাধ্য করা হচ্ছে তাদের। স্যামুয়েল ডি ব্রাউনব্যাক বলেছেন, বেশির ভাগ ধর্মীয় সংখ্যালঘু নারীদের জোর করে বিয়ে দিয়ে চীনে পাঠানো হয়। এই কাজ সবচেয়ে বেশি হয় পাকিস্তানে।
স্যামুয়েল ডি ব্রাউনব্যাকের দাবি, পাকিস্তানের হিন্দু ও খ্রিস্টান ধর্মাবলম্বী নারীদের যৌনদাসী বানিয়ে পাঠানো হয় চীনে। তাদের পেছনে কার্যকর কোনো সমর্থন নেই। তার পরেও ধর্মীয় সংখ্যালঘুদের বিরুদ্ধে বৈষম্য রয়েছে। যা তাদের আরো দুর্বল করে তোলে।
সূত্র : ডন।
Leave a Reply