চট্টগ্রাম নগরীতে অভিযান চালিয়ে ইয়াবাসহ মাওলানা মো. ইয়াছিন নামে এক মাদ্রাসা অধ্যক্ষকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় তার কাছ থেকে ১০ পিস ইয়াবা জব্দ করা হয়।
গতকাল মঙ্গলবার গভীর রাতে ডবলমুরিং থানাধীন সিডিএ বলির পাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার হওয়া ইয়াসিন বেপারীপাড়া তালিমুল করিম আদর্শ মাদ্রাসার অধ্যক্ষ।
তার বিরুদ্ধে মাদক, অপহরণ এবং ধর্ষণের অভিযোগে একাধিক মামলা রয়েছে।
ডবলমুরিং থানার ওসি মোহাম্মদ মহসিন বলেন, ‘একটি জিডি তদন্ত করতে গিয়ে ইয়াছিনের ইয়াবা কানেকশনের সন্ধান মিলে। পরে তার খাটের নিচে বিশেষ কায়দায় রাখা অবস্থায় ১০ পিস ইয়াবা জব্দ করা হয়। জিজ্ঞাসাবাদে ইয়াছিন জানান, যৌন ক্ষমতা বাড়াতে তিনি নিয়মিত ইয়াবা সেবন করেন। এর আগে ২০১১ সালে তিনি ইয়াবাসহ একবার গ্রেফতার হন। ’
পুলিশ জানান, মাওলানা ইয়াসিনের বিরুদ্ধে কুমিল্লার দেবিদ্বার থানায় অপহরণ ও ধর্ষণের অভিযোগে মামলা রয়েছে। এছাড়া ১৯ বছর বয়সী এক তরুণীকে ফুঁসলিয়ে বিয়ের অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।
Leave a Reply