রাজাপুর প্রতিনিধিঃ
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান এর ৪৬তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে ঝালকাঠির রাজাপুর ও কাঠালিয়ায় অসহায় ও দুঃস্থদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ । বুধবার ১৮ই আগষ্ট বেলা ১১,৩০ মিনিটে রাজাপুর উপজেলা মুক্তিাযোদ্ধা কমপ্লেক্স ভবনে এর হলরুমে ত্রান সামগ্রী বিতরণের আয়োজন করা হয়।
উপজেলা আওয়ামীলীগ ও সকল সহযোগী সংগঠনের আয়োজনে বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রীয় মুক্তিযোদ্ধা বিষয়ক উপ কমিটির সদস্য ও কর্ণফুলি গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানির পরিচালক, সাবেক ছাত্র নেতা মনিরুজ্জামান মনির এর পক্ষ থেকে ঝালকাঠি-১ রাজাপুর ও কাঠালিয়া উপজেলায় দুই হাজার অসহায় ও দুঃস্থ পরিবারের মাঝে ত্রান সামগ্রী বিতরণ করা হয়।
রাজাপুর উপজেলা আওয়ামীলীগ সহ-সভাপতি শাহ আলম মন্টুর সভাপতিত্বে উপজেলা আওয়ামীলীগ এর সাংগঠনিক সম্পাদক রিয়াজ উদ্দিন মাতুব্বরের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগ উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান জিয়া হায়দার খান লিটন, উপজেলা যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুস সবুর হাং,উপজেলা আওয়ামী যুবমহিলা লীগের সভানেত্রী নাজনীন পাখি,মঠবাড়ী ইউনিয়ন চেয়ারম্যান জালাল আহমেদ,ছাত্রলীগ সভাপতি পারভেজ বাবু প্রমুখ।
এ সময় আরো উপস্থিত ছিলেন,উপজেলা আওয়ামীগের যুগ্ন-সাধারণ সম্পাদক সদর ইউনিয়ন চেয়ারম্যান নজরুল ইসলাম স্বপন,সাংগঠনিক সম্পাদক মেজবা উদ্দিন মাসুদ সিকদার সহ বিভিন্ন পর্যায়ের নেতা কর্মীরা।
Leave a Reply