রাজাপুর (ঝালকাঠি) প্রতিনিধি: প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক অনুসন্ধানী সাংবাদিক রোজিনা ইসলামকে স্বাস্থ্য মন্ত্রণালয়ে হেনস্তা ও গ্রেপ্তারের প্রতিবাদে ঝালকাঠির রাজাপুরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০টার দিকে স্থানীয় প্রেসক্লাব চত্ত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
রাজাপুর প্রেসক্লাবের আয়োজনে রিপোর্টার্স ইউনিটি, সাংবাদিক ক্লাব, রক্তের বন্ধন, ধানসিঁড়ি, পাঞ্জেরী, ধ্রুবতারাসহ বিভিন্ন সংগঠন ও শ্রেনীপেশার মানুষ ঘন্টাব্যাপী মানববন্ধনে অংশগ্রহন করেন।
মানববন্ধনে অংশগ্রহনকারীরা রোজিনা ইসলামের নিঃশর্ত মুক্তিসহ ন্যাক্কারজনক ঘটনার সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী করেন। অবিলম্বে তাকে মুক্তি দিয়ে মিথ্যা মামলা প্রত্যাহার না করা হলে কঠোর আন্দোলনের হুশিয়ারি দেন সাংবাদিক নেতৃবৃন্দ।
মানববন্ধনে বক্তব্য রাখেন রাজাপুর প্রেসক্লাব সভাপতি মো. মনিরউজ্জামান খান, রিপোর্টার্স ইউনিটির সভাপতি মো. মাঈনুল হক লিপু, সাংবাদিক ক্লাবের সভাপতি আব্দুর রহিম রেজা, উপজেলা মফস্বল সাংবাদিক ফোরামের আহবায়ক রুহিদাস।
এছাড়াও প্রেসক্লাবের সহ—সভাপতি মো. নেয়ামুল আহসান হিরন, সাধারণ সম্পাদক মো. এনামুল হোসেন খান, সহ—সাধারণ সম্পাদক আবু সায়েম আকন, সাবেক সভাপতি মো. আহসান হাবিব সোহাগসহ স্থানীয় সকল সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
Leave a Reply