প্রথম আলো’র জেষ্ঠ প্রতিবেদক রোজিনা ইসলামের নিঃশর্ত মুক্তি, মিথ্যা মামলা প্রত্যাহার ও দোষী কর্মকর্তাদের শাস্তির দাবিতে কিশোরগঞ্জের কটিয়াদীতে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৮ মে) বিকালে কটিয়াদী রিপোর্টার্স ইউনিটি’র আয়োজনে এই প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন কটিয়াদী রিপোর্টার্স ইউনিটি’র সভাপতি ও দৈনিক যুগান্তর প্রতিনিধি ফজলুল হক জেয়ারদার আলমগীরের সভাপতি উপস্থিত ছিলেন দৈনিক জনতার স্টাফ রিপোর্টার শফিকুল ইসলাম, রিপোর্টার্স ইউনিটির সহ-সভাপতি ও মানবজমিন প্রতিনিধি রফিকুল হায়দার টিটু, দৈনিক নওরোজ প্রতিনিধি নজরুল ইসলাম মুজিব, যুগ্ম-সম্পাদক ও এশিয়ান টিভি প্রতিনিধি মোবারক হোসেন, সাংগঠনিক সম্পাদক দেশ সংবাদের স্টাফ রিপোর্টার মাইনুল হক মেনু, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মাছুম বিল্লাহ তাহের, প্রচার ও প্রকাশনা সম্পাদক, দৈনিক খোলাকাগজ ও বাংলাদেশ পোস্টের প্রতিনিধি আতিকুর রহমান কাযিন, মাজহারুল হক, সাংবাদিক মোফাসসেল হোসেন, সাংবাদিক মুজাহিদ বিন জালালসহ অন্যান্যরা।
বক্তারা বলেন, সাংবাদিক রোজিনা ইসলামকে হেনস্তা করা হয়েছে। একজন সংবাদকর্মীর সাথে এমন অসাদাচারণ কখনই কাম্য নয়। এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। প্রতিবাদ সভায় রোজিনার ইসলামের নিঃশর্ত মুক্তির দাবি জানান তারা।
Leave a Reply