কুমিল্লার চৌদ্দগ্রামে র্যাব পরিচয়ে বিকাশ এজেন্টের ২৬ লাখ টাকা ডাকাতির ঘটনায় আন্তঃজেলা ডাকাত দলের ৯ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।
মঙ্গলবার (৫ নভেম্বর) বিকেল সাড়ে ৩টায় কুমিল্লা র্যাব-১১ এর কোম্পানি কমান্ডার মাহমুদুল হাসান এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।
গ্রেপ্তারকৃতরা হলেন- মো. সাইফুল ইসলাম, সাজু মিয়া, মো. রিয়াদ, মো. রবিউল, মো. মানিক, রিপন সরদার, মো. সাজু, রিপন হাওলাদার এবং মো. সজিব।
গ্রেপ্তারের সময় তাদের কাছ থেকে নগদ ৩৫ হাজার টাকা, র্যাবের মনোগ্রামযুক্ত জ্যাকেট, স্বর্ণের আংটি, ওয়াকিটকি, ইলেকট্রিক শকার, হ্যান্ডকাফ, চারটি মোবাইল ফোন মনোগ্রাম স্টিকার, লাঠি টর্চলাইট, ওয়ারলেস টকিং টুল, ডাকাতির কাজে ব্যবহৃত প্রাইভেট কার ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়।
Leave a Reply